{Apply Online}karma Sathi Portal,Karma Sathi Prokolpo Website,2020 Very Big News

9
280

Here we discuss all details about karma sathi portal,Karma sathi prokolpo website,karma sathi Scheme (karma sathi prakalpa 2020).All Discuss About karmo sathi prakalpa in Bengali.

Karma Sathi Portal

কি এই “কর্মসাথী প্রকল্প” ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই “কর্মসাথী প্রকল্প” এর ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার দু’লক্ষ টাকা পর্যন্ত মূলধনের ছোট বা মাঝারি ব্যবসার শুরু করতে ঋণ দেবে ।ন্যূনতম শর্ত পূরণ করলেই মিলবে সহজেই ঋণ । এই বিস্তারিত আলোচনা করা হয়েছে । কিভাবে আবেদন (Karma Sathi Prokolpo Website or Karma Sathi Portal) করবেন তাও বলা হয়েছে।

Karma Sathi Portal details and project information PROFORMA FOR SCHEMES(English) click here,PROFORMA FOR SCHEMES(Bengali) click here

karma_Sathi_Portal
karma_Sathi_Portal

যাঁদের এই প্রকল্পে(Karmasathi Prakalpa) অনুমতি মিলছে সেই নিয়ে বিশদে জানতে সরকারের পক্ষে একটি নির্দিষ্ট পেজ তৈরি করা হয়েছে । সেই পেজটি ভিজিট করে অনেক তথ্য জানতে পারবেন, এখানে ক্লিক করুন

Method of Application :- i. The intended entrepreneur shall apply in the prescribed Application Form (Annexure-I) for assistance under the scheme either on-line through the Karma Sathi Portal or through physical application.

ii. The Application Form may be obtained free of cost from the following offices:

a. Office of the Block Development Officer (BDO) in case the applicant resides in the rural areas.

b. Office of the Sub-Divisional Officer (SDO) in case the applicant resides in Municipal/Notified areas outside the areas of Kolkata Municipal Corporation.

c. Kolkata Municipal Corporation (KMC) in case the applicant resides in KMC area.

d. MSME Facilitation Centre (MFC) of District Industries Centre (DIC) in the district.

Karma Sathi Prokolpo Website(Karma Sathi Portal)

গ্রামবাংলার ক্ষেত্রে বিডিও, জেলার পুর এলাকার জন্য এসডিও এবং রাজধানী শহরের বাসিন্দাদের সরাসরি কলকাতা পুরসভায় আবেদনপত্র জমা করতে হবে।

ঋণ ও ভর্তুকির বিষয়ে খোঁজখবর মিলবে এখান থেকেই। এর জন্য পৃথক হেল্প ডেস্ক খোলার নির্দেশ এসেছে। জেলায় একজন এডিএম এবং কলকাতায় পুর কমিশনারকে গোটা প্রকল্পের উপর নজরদারি চালাবেন। তবে তাঁদের এই কাজে সাহায্যের জন্য একটি করে স্টিয়ারিং কমিটি গঠনের কথাও বলা হয়েছে সরকারের তরফে।

অফলাইনে আবেদনের জন্য ফর্ম (Annexure-I) দেওয়া আছে একটি বাংলায় এবং অন্যটি ইংরেজিতে। দুটির ছবি দেওয়া হল নীচে তাঁদের ডাউনলোড লঙ্কও দেওয়া আছে ।

### Karma Sathi Portal এখন অনালাইনে বা ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করুন। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করুন।

karma_Sathi_Portal
karma_Sathi_Portal

এখানে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড (Bengali Form) করুন ।

Karma_Sathi_Prokolpo_Website
Karma_Sathi_Prokolpo_Website

এখানে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড (English Form) করুন ।

Karma sathi prokolpo Gazette notification

karma_sathi_prokolpo_gazette_notification
karma_sathi_prokolpo_gazette_notification

“কর্মসাথী” প্রকল্পের জন্য রাজ্য সরকার গেজেট নোটিফিকেশন জারি করেছে ,সেখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন ।নীচে এর পিডএফ দেওয়া আছে। এই নিয়ে আরও খবর পেতে এখানে ক্লিক করুন ।

এখানে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করুন ।

Eligibility Criteria: Any intending or, prospective entrepreneur fulfilling the conditions below can apply. Only one member from a family shall be eligible to apply under this Scheme where “family” means parents and spouse.

১৮ থেকে ৫০ বছর বয়সি কর্মহীন ,পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

Educational Qualification: Minimum Class VIII passed. Preference will be given to intending entrepreneurs who are registered with the Employment Bank.

Karma Sathi Prokolpo Website

Name of the Scheme‘Karma Sathi Prakalpa’
StateWest Bengal
DepartmentDepartment of Micro, Small and Medium Enterprises and Textiles
Eligibility CriteriaResident of State
Age18 – 50 years
QualificationMinimum Class VIII passed
Method of ApplicationOn-line through the Karma Sathi Portal or through physical application.
Official Websitewb.gov.in
Application Link (Karma Sathi Prokolpo Website)Click Here for Karma Sathi Prokolpo Website
Karma Sathi Prakalpa

FAQs

কি এই “কর্মসাথী প্রকল্প” ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই “কর্মসাথী প্রকল্প” এর ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার দু’লক্ষ টাকা পর্যন্ত মূলধনের ছোট বা মাঝারি ব্যবসার শুরু করতে ঋণ দেবে ।

কারা এই “কর্মসাথী প্রকল্প” এর জন্য আবেদন করতে পারবেন ?

রাজ্যের বেকার যুবক যুবতীরা। যারা নিজের ছোট ব্যবসা শুরু করতে চাই।

“কর্মসাথী প্রকল্প” এর জন্য কি রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে ?

হ্যাঁ ।

অনলাইনে কি আবেদন করা যাবে এই “কর্মসাথী প্রকল্প” এর জন্য ?

হ্যাঁ। কিন্তু এখনও লিঙ্ক দেওয়া হয় নি । লিঙ্ক আসলে এখানে পোষ্ট করা হবে।

অফলাইনে কি আবেদন করা যাবে এই “কর্মসাথী প্রকল্প” এর জন্য ?

হ্যাঁ। এর জন্য দুটি ফর্ম দেওয়া হয়েছে। উপরে দেওয়া আছে ঐ সমস্ত ফর্মের ডাউনলোড লিঙ্ক ।

“কর্মসাথী প্রকল্প” এর জন্য বয়স কত হতে হবে ?

১৮ থেকে ৫০ বছর ।

9 COMMENTS

  1. I’am, Tapas Dolai, 10pass, bananas,
    Vill-shirishboni, shyamchandpur, anandapur, paschim middle put, pin-721147.
    Phone number

  2. পূর্ব বর্ধমান নিত্যানন্দ পুর গ্রাম অঞ্চলের বাসিন্দা আমি বস্ত্রে হাকারি করি তাই আমার অনুরোধ আমার অনুরোধ একটি ছোট্ট লোনের সাহায্য পেলে আমার ব্যবসা টা একটু বাড়াতে পারি
    ইতি….দেবব্রত মন্ডল গ্রাম পোস্ট -নিত্যানন্দপুর থানা _ভাতার জেলা _পূর্ব বর্ধমান পিন কোড _713125

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here