ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সাড়ে ৪ টাকায় পড়ুয়াদের পাতে ডিম-ভাত কীভাবে সম্ভব?

0
26

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান এ এক প্রশাসনিক সভায় মিড ডে মিলে খাদ্যের তালিকা চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন। মুখ্যমন্ত্রীর জানিয়েছেন যে, তাঁকে না জানিয়ে এই ধরনের খাদ্য তালিকা তৈরি করা হয়েছে ৷

তিনি আজ  রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন জানান, মাত্র সাড়ে চার টাকার মধ্যে কি করে ডিম ভাত খাওয়ানো সম্ভব? এই ধরনের নির্দেশ বিভ্রান্তি ছড়ায় বলেও জানান মুখ্যমন্ত্রী৷

বলেন, ‘‘স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন তোমরা ৭ দিনের সাত রকম মিড ডে মিলের নির্দেশ দিয়েছো? কাগজে আমি দেখছিলাম৷ ওরা কি ভুলভাল খবর দিচ্ছে নাকি? বিভিন্ন কাগজ লিখছে, ৭ দিনে ৭ রকম খাবার দেবে৷ আমি তো নিজেই জানি না৷ কিছু যে যা পাচ্ছে, নিজের মনের মতো করে তৈরি করে দিচ্ছে৷ আমরা তো গভমেন্ট থেকে পায় মাত্র ৪ টাকায় ৩১ পয়সা৷ তোমরা ক্লারিফাই করে অ্যাকচুয়াল জিনিসটা বলে দাও৷ এটা কিন্তু সমস্যা হচ্ছে৷ আমি চাই ডালভাত তরকারিটা পেট ভরে খাক ওঁরা৷ তোমায় দেখতে হবে৷ একটা ডিমের দাম ছ’টাকা৷ আমরা বিনা পয়সায় চাল দিচ্ছি৷ এটা মাথায় রাখতে হবে৷’’

তিনি আরও জিনিয়েছেন,যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী এই মিড ডে মিল রান্নার কাজে যুক্ত থাকবেন তাঁদেরও বেতন কিছুটা বাড়ানো হবে তাঁদের কে ১০০ দিনের কাজের অন্তর ভুক্তির মাধ্যমে । ভিডিওটিতে সম্পূর্ণ আপডেট দেওয়া হয়েছে। ফলে কিছু দিন ধরে মিড ডে মিল নিয়ে চলা জটিলতা কমবে বলে মনে করা হচ্ছে।

ভিডিও টি দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here