NCTE এবার হবু শিক্ষকদের নিয়োগ করার আগে তাঁদের ডিগ্রি/ডিপ্লোমা/সার্টিফিকেট ভ্যালিড কিনা না, সেটা চেক করবার জন্য একটা লিঙ্ক দিয়েছে। এতদিন এর জন্য একটি পোর্টাল চালু করেছিল এনসিটিই। সেখানে ছাত্র ছাত্রীরা নিজেদের ট্রেনিং সার্টিফিকেট টি original কিনা সেটা চেক করে নিতে পারতেন । কিভাবে নিজের সার্টিফিকেট চেক করবেন তা জানতে এখানে ক্লিক করুন ।
এবার এই প্রক্রিয়া আরও সরল করতে লিঙ্ক চালু করল NCTE। অর্থাৎ, কোনও বোর্ড বা কমিশন যদি চায় তাহলে সহজেই সেই প্রার্থীর ডিগ্রি যাচাই করতে পারবে শুধু মাত্র একটা ক্লিকে , নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করেই যাবতীয় তথ্য দিয়ে ডিগ্রির সত্যতা পরীক্ষা করে নিতে পারবেন নিয়োগকারী সংস্থা।এর ফলে জাল বা ভুয়ো ডিগ্রি সহজেই ধরা পরবে।
ক্লিক করুন এখানে কিভাবে নিজের সার্টিফিকেট জাল কি জানবেন।
Online Teacher-Pupil Certificate Varification Link > https://ncte.gov.in/OTPRMS/VerifyCertificate.aspx
NCTE provide a link to verification training/degree/diploma certificate
TO KNOW MORE VISIT NCTE WEBSITE OR CLICK HERE