step by step how to fill and register for ncte original certificate program

1
175

অনেকের মনে প্রশ্নও জাগছে যে কি ভাবে এই ncte original certificate program এ নিজের নাম নথিভুক্ত করবেন। তাই আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তা করবেন। চলুন শুরু করা যাক ।

১)প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। http://ncte.gov.in/OTPRMS/Login.aspx?ReturnUrl=%2fOTPRMS

২) তাঁর পর ফটোতে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে।

1 2

৩) রেজিস্টার করবার জন্য আপনাকে আপনার নাম,জন্ম তারিখ,মোবাইল এবং ই-মেইল আইডি দিয়ে দেবেন ।

2 2 

৪) তারপর আপনার মোবাইল এবং  ই-মেইল আইডি তে আপনার password  সেন্ড করবে। সেটা নিয়ে এই পেজ এ আসে ইউজার নাম এর জায়গাই আপনার ই-মেইল আইডি এবং password দিয়ে লগিন হয়ে যাবেন।

3

৫) তারপর নিম্নের পেজটি খুলে যাবে এবং সেখানে আপনি আপনার সমস্ত Personal Details, Academic details including Teacher Education Profile ফিল করে সেভ করে দিবেন।

4 5 6

৬) লাস্টে আপনাকে আপনার সিগনেচার (সহি) আপলোড করতে হবে।

7

৭) তারপর আপনাকে পেমেন্ট করতে হবে ২০০ টাকা। পেমেন্ট  কমপ্লিট হলে নিম্নের পেজ টি ওপেন হয়ে যাবে।

8

উপরের তথ্যটা সামনে আসা মানে আপনার তথ্য shall be forwarded automatically to the concerned Regional Office for verification. For this, five working days have been earmarked for the office.

এই verification প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আপনার মোবাইলে text message চলে আসবে। তারপর আপনি পুনরায় লগ ইন করে আপনার computer-generated certificate টি দেখেতে পাড়বেন এবং টা প্রিন্ট আউট ও নিতে পারবেন।

NCTE SAMPLE COPY FROM NCTE 

NB: কোনও হার্ড কোপি application এর পাঠানো দরকার নেই এই প্রক্রিয়ার জন্য । এটি একটি  ONLINE PROCESS.

For any technical query, please mail at:
mail@ncte-india.org
with the Subject Caption: OTPRMS Query…………………….

1 COMMENT

  1. Great beat ! I would like to apprentice at the same time as you amend your web site,
    how can i subscribe for a blog website? The account aided me a appropriate deal.
    I were a little bit familiar of this your broadcast provided vibrant clear idea

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here