NEW RECRUITMENT RULE FULL UPDATE FOR UPPER PRIMARY TO CLASS 9,10 AND 11,12

0
152

গত ২৬ শে ফেব্রুয়ারি নতুন গেজেট নটিফিকেসান প্রকাশিত হয়েছে । সেখানে অনেক নতুন বিষয় আনা হয়েছে । পুরাতন কিছু বিষয় তুলে দেওয়া হয়েছে। যে নতুন গেজেট নটিফিকেসান বেরিয়েছে তার কিছু আপডেট এই পোষ্টে তুলে ধরা হল ।

প্রথমেই উচ্চ প্রাথমিক থেকে নবম এবং দ্বাদশ শ্রেণি কে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে , যেমন

WBSSC NEW GROUP
WBSSC NEW GROUP

# এবার আপনার যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন । যেমন কেউ যদি X,Y,Z ক্যাটাগরির পদের জন্য আবেদন করেন এবং সে যদি তার প্রথম পছন্দে অগ্রাধিকার দেয় যথাক্রমে X,Y,Z পর পর । তাহলে সে যদি X ১৩ নাম্বার রেঙ্ক করে ,Y  ৬ নাম্বার রেঙ্ক করে  এবং Z ১ নাম্বার রেঙ্ক করে করে তাহলে ,তার পছন্দে অগ্রাধিকারটি দেখা হবে এবং তাঁকে Y ক্যাটাগরিতে সিলেক্ট করা হবে । Z ক্যাটাগরিতে ১ নাম্বার রেঙ্ক করলেও সেটা দেখা হবে না । যেহেতু সে নিজের পছন্দে অগ্রাধিকার আগেই দিয়ে রেখেছে । X থেকে ভালো Y তাই সেটিই সিলেক্ট করা হবে ।

অর্থাৎ সহজ এবং সরল হিসাবে বললে এক জন চাকরীপ্রার্থীর একটি মাত্র রেঙ্ক থাকবে এবার ।

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–

 

# এবার প্যানেলটি এক বছর ভ্যালিড থাকবে । যেই দিন ঐ প্যানেলটি পাবলিশ হবে সেই দিন থেকে ।

# তিন বছরের জন্য ওএমআর এবং উত্তর পত্র সংগ্রহণ করে রাখতে হবে ।

# নীচে পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হল

WBSSC 2020

# পেপার ২ এর লিখিত পরীক্ষার  মার্কস তখনই দেখা হবে যখন একজন চাকরীপ্রার্থী TET(টেট) অথবা PT(প্রিলিমিনারি টেস্ট)  এ পাস অথবা কাট ওফ মার্কস পাবে ।

# ক্যান্ডিডেটদের যদি ভ্যালিড টেট সারটিফীকেট থাকে advertisement  তারিখের এর মধ্যে তাহলে সে সরাসরি সে পেপার ২ তে বসতে পারবে ।

# WEIGHTAGE CALCULATION করা হবে  IN TOTAL 300 MARKS এর উপর ।

কেউ যদি TET(টেট) অথবা PT(প্রিলিমিনারি টেস্ট)তে ১৫০ নাম্বারের মধ্যে ৯০ পাই এবং লিখিত পরীক্ষায় প্রথমটিতে  ১০০ এর মধ্যে ৬০ পাই এবং দ্বিতীয়টিতে ১০০ এর মধ্যে ৭০ পাই  তাহলে টার WEIGHTAGE হবে (৬০+৬০+৭০)=১৯০ হবে

আরও আপডেট আসছে……

 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here