শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমূল পরিবর্তন আনল স্কুল শিক্ষা দপ্তর । রাজ্যের শিক্ষক নিয়োগের নয়া বিধির বিজ্ঞপ্তি জারি হল । বদলে গেল আগের শিক্ষক নিয়োগ নীতি । একাধিক পরিবর্তন করা হয়েছে নয়া নিয়োগ বিধিতে ।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
আগেই এই নয়া বিধি নিয়ে আপডেট বেরিয়ে এসেছিলো।যেমন ,মৌখিক বা ইন্টারভিউ থাকবে না।জোর দেওয়া হবে লিখিত পরীক্ষায় ।দুই ভাগে দিতে পরীক্ষা । এবার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে এখন।
প্রত্যেক চাকরীপ্রার্থীকে দুটি করে লিখিত পরীক্ষা দিতে হবে । প্রিলিমিনারি টেস্ট(PET) এবং অন্যটি হবে বিষয়ের উপর পরীক্ষা ।
নয়া নিয়োগবিধি |
1.উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন । |
2.যে কোনও একটি পরীক্ষার জন্য আবেদন করা যাবে এবার । |
** VISIT WWW.WBEDU.IN FOR MORE INFORMATION |
3.প্রত্যেক প্রার্থীকে দুটি করে লিখিত পরীক্ষা দিতে হবে । |
4.একটি হবে প্রিলিমিনারি টেস্ট(PET) এবং অন্যটি হবে বিষয়ের উপর পরীক্ষা । |
5. মোট ৩৫০ নাম্বারের পরীক্ষা হবে । দুটি পরীক্ষা হবে । |
1ST EXAM :– ১৫০ নাম্বারের টেট পরীক্ষা অথবা প্রিলিমিনারি টেস্ট (PET) হবে । MCQ TYPE QUESTION | > টেট হবে আপার প্রাইমারির জন্য > প্রিলিমিনারি টেস্ট (PET) হবে নবম-দশম ও একাদশ- দ্বাদশেের জন্য । |
6. এরপর ২০০ নম্বরের আরো একটি লিখিত পরীক্ষা হবে । যারা আগের টেট বা প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় পাস করবে তাঁদের জন্য । |
2ND EXAM :– 7.ঐ ২০০ নম্বরের পরীক্ষায় থাকবে | > ৫০ নম্বর থাকবে ইংরেজির ওপর। >আরেকটি ৫০ নম্বরের পরীক্ষা হবে যে মাধ্যমের স্কুলে পরীক্ষার্থী পড়াবেন সেই ভাষার ওপর > এরপর আরো ১০০ নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার্থী যে বিষয়ের শিক্ষক হবেন সেই বিষয়ের উপর। |
লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। |
শিক্ষকদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে । জানা গিয়েছে এই রকম মোট পাঁচটি গ্রুপ করা হয়েছে। |
যেমন, আপার প্রাইমারি GR A,মাধ্যমিক(9-10) GR B,উচ্চ মাধ্যমিকে(11-12)GR C,WORK AND PHYSICAL EDUCATION GR D & GR E |
একজন পরীক্ষার্থীর যোগ্যতা থাকলেই তিনি সব গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। |
নবম-দশম ও একাদশ-দ্বাদশ এর নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও এখনো পর্যন্ত উচ্চ প্রাথমিক এর নিয়োগ প্রক্রিয়া আদালতের বিচারাধীন । উচ্চ প্রাথমিক নিয়ে কেস আদালতে উঠলে , কোনও ফাইনাল রায় এখনও বেরিয়ে এখনও আসেনি। এর মধ্য আপার প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিকে পর্যন্ত শিক্ষক নিয়োগ নিয়ে যে সমস্ত আপডেট বেরিয়ে আসছে তা খুবই তাৎপর্য পূর্ণ ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
প্রত্যেক প্রার্থীকে দুটি করে লিখিত পরীক্ষা দিতে হবে ।একটি হবে প্রিলিমিনারি টেস্ট(PET) এবং অন্যটি হবে বিষয়ের উপর পরীক্ষা ।মোট ৩০০ নাম্বারের পরীক্ষা হবে । দুটি পরীক্ষা হবে । |
খুব সুন্দর একটি পদক্ষেপ। আমি সবদিক থেকে সমর্থন করি এই উদ্যোগ কে। খুব ভালো লাগলো।
আরো ভালো ভালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সহজ করে তোলা সবদিক থেকে। যাতে সবাই সুযোগ পায় এবং সবাই তাদের পরিশ্রমের মূল্য পায়।
খুব ভালো উদ্যোগ।
Y