NIOS DELED নিয়ে বিগ আপডেট ,ফাইনাল রায় !

0
28

খুবই একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে। আপনারা জানেন সম্প্রতি বিহার টেট (প্রাথমিক) শিক্ষক নিয়োগ পরীক্ষায় NIOS থেকে d.el.ed করা ছাত্র ছাত্রীদের পরীক্ষায় বসতে দেয় নি NCTE । কারণ হিসাবে তারা জানায় ঐ কোর্স 2 বছরের নয় ঐ কোর্স 18 মাসের। এই নিয়ে অনেক চাকরিপ্রার্থী বিহারের পাটনা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার গত 13 জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে।

কোর্ট NCTE আইনজীবীর কাছে জানতে চায় যে,কেন 2 বছরের কোর্স কে 18 মাসে করানো হল। এর দ্বায়িত্ব কার ? এমন কি পরিস্থিতি হল যে ঐ কোর্সটি 18 মাসে করতে হল ? কোর্স এর রূপ রেখা যদি 2 বছরের হয় সেটা কে কমানো হল কি ভিত্তিতে ?

NCTE এর উত্তরে জানায় যে, এটা একটা স্পেশাল program তৈরি করা হয়েছিল ইনসার্ভিস শিক্ষকদের চাকরি রক্ষা করার জন্য।

কিন্তু কোর্ট ফের প্রশ্ন করে কি এমন পরিস্থিতি হল যে সেটাকে 18 মাসেই শেষ করতে হবে, যদি তার সময় সীমা 2 বছরের হয়।

সমস্ত শেষে কোর্ট জানায় আগামী 20 ই জানুয়ারি এই মামলার ফাইনাল রায় দান হবে। সেই দিন কোর্ট কি রায় দেয় সেই দিকেই তাকিয়ে আছেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা।

Annotation 2020 01 15 191335

 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পরতে এখানে ক্লিক করুন ।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পরতে এখানে ক্লিক করুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here