স্কুলে স্কুলে গুরুত্বপূর্ণ নোটিশ , ২০ই ডিসেম্বর এর মধ্যে জমা করতে হবে হার্ড কপি

0
12

নভেম্বর মাস শেষ হতে চলল এবার স্কুলে স্কুলে পরীক্ষার পালা । এই পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে সমগ্র শিক্ষা মিশন । কবে পরীক্ষা নিতে হবে এবং সেই পরীক্ষার তথ্য বাংলার শিক্ষা পোর্টালে কবে আপলোড করতে হবে সেই নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এখন স্কুলে স্কুলে ছাত্র ছাত্রীদের ডাটা এন্ট্রি (ডিসিএফ) এর কাজ চলছে এর পর শুরু হবে তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন । যেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ এবং দিন ক্ষণ প্রকাশ করেছে সমগ্র শিক্ষা মিশন। এর পর শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে স্কুলে স্কুলে অপশন ফর্ম ফীলাপ শুরু হয়ে যাবে । ফলে এই দুই মাস শিক্ষক শিক্ষিকারা খুবই ব্যস্ত থাকবেন ।

 

 

তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন নিতে হবে 4th week of November to 1 week of December 2019
পর্যায় ক্রমিক মূল্যায়ন এর তথ্য আপলোড করতে হবে  20 th December ,2019
তথ্য আপলোড করতে হবে কোথায় ? বাংলার শিক্ষা পোর্টালে

 

সঙ্গে এও লক্ষ্য রাখতে হবে যে , পিছিয়ে পরা বা নিয়মিত নয় এমন ছাত্র ছাত্রীরা যাতে এই পরীক্ষা দিতে পারে সেই ভাবে নতিশ করতে হবে। যাতে সর্বোপরি কোণও ছাত্র ছাত্রী বাদ না যায়।

 

স্কুল কে নিজের প্রশ্ন নিজে করতে হবে এবং প্রশ্ন পত্রে উপরে স্কুলের নাম লিখতে হবে ।

 

TO READ TGT SCALE NEWS AND SALARY CALCULATORS CLICK HERE

 

TO READ 6TH PAY COMMISSION NEWS CLICK HERE 

 

TO CALCULATE YOUR SALARY IN 6TH PAY COMMISSION CLICK HERE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here