চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে সুস্পষ্ট নীতি আনল রাজ্য

0
360

অভিযোগ ছিল যে , চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো থেকে বেতন কম দিচ্ছিল নিয়োগকারি সংস্থা । এবার থেকে যাতে এমনটা না হয় সেই নিয়ে গত কাল রাজ্য সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুনির্দিষ্ট নীতি আনল রাজ্য সরকার । বুধবার অর্থ দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে– চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতনের থেকে কম দেওয়া যাবে না।

এর সঙ্গে ঐ নোটিশে বলা হয়েছে যে, সামাজিক সুরক্ষার যেমন ইএসআই, ইপিএফ, জিএটি সহ যাবতীয় ব্যবস্থা করতে হবে কর্মী সরবরাহকারী এজেন্সিগুলিকে ঐ কর্মচারীদের জন্য ।

 

বেশ কিছু দিন ধরে অভিযোগ করা হচ্ছিল যে , এজেন্সিগুলি নিজেদের ইচ্ছামতো ‘ফি’ কেটে নিচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে। তাই এবার রাজ্য সরকার নোটিশ জারি করে  এজেন্সিগুলির ‘ফি’ স্থির করে দিয়েছে । এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের বেতনের ১ শতাংশ এজেন্সি ফি কাটা যাবে। এর থেকে  বেশি কাটা যাবে না ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি অর্থ দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল।

Back

1. Group-‘D’ এবং Group-‘C’  এর জন্য যে বেতন বাড়িয়েছিল তা নীচে দেওয়া হল

 

Back

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here