প্রাথমিক ভুল প্রশ্ন মামলার প্রতিভা মণ্ডলের কোর্টের অর্ডার কপি ! দেখুন কি বলা হচ্ছে ।

0
12

কিছু দিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক রায় বেরিয়ে আসছে। গত বাম আমলে পিটিটিআই কেসের যে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে উচ্চ আদালত তাতে ভাগ্য খুলতে চলেছে প্রায় ১২০০ মতন চাকরীপ্রার্থীর। আজ শিক্ষামন্ত্রী তাঁদের নিয়োগে নিজের অভিমত জানিয়েছেন।

আরও পড়ুন আদালতের রায় মেনেই তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ করা হবে ! তবে যোজ্য প্রার্থীদের কারা সেটা দেখতে হবে !

গত ১৪ই  আগস্ট যে রায় কলকাতা হাইকোর্ট থেকে বেড়িয়ে এসেছিল সেই মামলার শুনানিতে মাননীয়া জাজ সমাপ্তি চ্যাটার্জী জানিয়েছেন যে যদি এই সমস্ত প্রসেস নিয়ে কিছু আপডেট না হয় তাহলে ১৯ তারিখ আরসি বাগচি কে সশরীরে কোর্টে উপস্থিত থাকতে হবে ।

আরও পড়ুন BED ট্রেনিং প্রাপ্তরা কি প্রাথমিকে বসতে পারবে ? এই নিয়ে কি কোনও কেস আছে ?

এই ছাড়া নিয়োগ নিয়ে কত তারিখের মধ্যে করতে হবে সেই বিষয়ে কিছুই উল্লেখ নেই কোর্টের অর্ডার কপিতে। ফলে ঐ সমস্ত চাকরীপ্রার্থীদের নিয়োগ কবে হবে সেই নিয়ে প্রশ্নও থেকেই যাচ্ছে। তবে যে মুভমেন্ট শুরু হয়েছে এখন মনে করা হচ্ছে এই সমস্ত ব্যাপার গুলি দ্রুত নিষ্পত্তি হতে পারে।

আরও পড়ুন : বসির আহমেদ এর কোর্ট কেসের ১৩ আগস্ট এর orders কপি  

আমাদের সব মুভমেন্ট এর উপর খবর আছে যখনই কোনও আপডেট পাওয়া যাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে । তাই নিয়মিত এই ওয়েবসাইটি ভিজিট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here