“Pay protection” notice/format published for teachers

1
29

This Post Contents

দীর্ঘদিন ধরে শিক্ষিকদের “পে প্রোটেকশন” এর দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। কিছুদিন ধরেই প্ৰাথমিক শিক্ষকদের “পে প্রোটেকশন” দাবিতে জেলায় জেলায় ডিআই অফিসে প্রাথমিক শিক্ষকরা ডেপুটেশনে দিচ্ছেন “পে প্রোটেকশন” দাবিতে। জানা গিয়েছে যে দ্রুত প্রাথমিক শিক্ষকদের বেতন ফিক্সাশন নিয়ে একটা আপডেট আসতে চলেছে।

ক্লিক করুন প্রাথমিক শিক্ষকদের পে ফিক্সাশন  ক্যালকুলেটর দিয়ে বেতন দেখতে 

অপর দিকে “পে প্রোটেকশন” এর দাবিতে গ্রাজুয়েট এবং পোষ্ট গ্রাজুয়েট শিক্ষকেরা আন্দোলন করে নোটিশ বের করে নিয়ে আসে। কারণ তাদের দাবি ছিল বাড়ির কাছাকাছি স্কুল পেতে অনেকে আবার পরীক্ষায় বসে। কিন্তু তাঁদের অভিযোগ যে নতুন স্কুল জয়েন করলে তাঁদের বেতনের ক্ষেত্রে “পে প্রোটেকশন” মিলছিল না। ফলে তাঁরা এই নিয়ে আন্দোলন শুরু করে এবং শিক্ষা দপ্তরে তরফে 1.8.2019 নোটিশ জারি করে বলা হয় তারা“ পে প্রোটেকশন” পাবে।

তাই ঐ “পে প্রোটেকশন” চালু করতে মুর্শিদাবাদের অফিস থেকে একটি ফরম্যাট দেওয়া হয়েছে । ফরম্যাটি নীচে দেওয়া হয়েছে। সেখানে শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়ে স্কুল লেটার হেডে পূরণ করে অফিসে জমা দিতে হবে 10.09.2019 এর মধ্যে।

img 20190904 1448579187838361061530222

জানা যাচ্ছে উক্ত ফরম্যাট বাকি জেলার অফিস খুব দ্রুত ছাড়তে শুরু করবে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here