{Withdrawl}PPF Interest Rate Cut News,Small Saving Interest Rate Cut News,very big news 2021

0
91

PPF Interest Rate Cut News{Small Saving Interest Rate Cut News}:- Government withdraws interest rate cut on small savings.Within 12 hours of taking decision regarding rate cut reduction on small savings, the Finance Ministry on Thursday withdrew the order.Details and guidelines are share in this post.

PPF Interest Rate Cut News{Small Saving Interest Rate Cut News}

“ভোট বড় বালাই” এই চলতি কথাটি আমরা সবাই জানি, এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা সেটা ফের এক বার প্রমানিত হল। স্বল্পসঞ্চয়ে {Small Saving} সুদের হার কমানোর বিজ্ঞপ্তি জারির ১২ ঘণ্টার মধ্যেই পিছু হটল কেন্দ্রীয় সরকার। গতকালের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল।

প্রথমেই স্বল্পসঞ্চয়ে {Small Saving} সুদের হার কমানোর বিজ্ঞপ্তি দেখে চমকে ওঠেন অনেকে। কারণ এখন ৫ রাজ্যে ভোট এর মাঝে স্বল্পসঞ্চয়ে{Small Saving Interest Rate Cut} সুদের হার অনেকটাই কমিয়ে দিয়ে ছিল মোদী সরকার। যা নিয়ে দেশের রাজনীতি চমকে ওঠে। কিছু রাজ্যে এখন ভোট চলছে এবং তাই মাত্র ১২ ঘণ্টার বেবধানে ফের আগের নোটিশ বাতিল করা হয়।

নোটিশ বাতিলের কথা জানান দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজে ট্যুইট করে ।

PPF Interest Rate Cut News{Small Saving Interest Rate Cut News}

সিদ্ধান্ত বদলের ফলে ২০২০-২১ সালের শেষ ত্রৈমাসিকে যে হারে স্বল্প সঞ্চয়ের প্রকল্পে সুদ মিলত, সেই হারই বজায় থাকবে।

গতকাল অর্থ দপ্তর নোটিশ জারি করে জানিয়েছিল, আজ ১ এপ্রিল থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার এক ধাক্কায় অনেকটাই কমানো হচ্ছে।

গতকালকে নীচের দেওয়া তথ্য অনুসারে সুদের হার কমানো হয়েছিল।

Saving Deposit:- সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ৪ থেকে কমে হচ্ছে ৩.৫ শতাংশ।

1 Year Term Deposit:- সুদ ৫.৫ থেকে কমে হচ্ছে ৪.৪ শতাংশ।

2 Year Term Deposit:- ৫.৫ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ।

3 Year Term Deposit:- কমে হচ্ছে ৫.১ শতাংশ।

5 Year Term Deposit:- সুদের হার ৬.৭ থেকে কমে হচ্ছে ৫.৮ শতাংশ।

5 Year {RD}রেকারিং ডিপোজিটের সুদের হার ৫.৮ থেকে কমে হচ্ছে ৫.৩ শতাংশ।

Senior Citizen Saving Scheme { সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে }সুদের হার ৭.৪ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬.৫ শতাংশ।

Monthly Income Account {এমআইএস}তার সুদের হার ৬.৬ শতাংশ থকে কমিয়ে ৫.৭ শতাংশ করা হয়েছে।

NSC{ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে} সুদের হার ৬.৮ শতাংশ থকে কমিয়ে ৫.৯ শতাংশ।

PPF{পাবলিক প্রভিডেন্ট ফান্ড } সুদ ৭.১ থেকে এক ধাক্কায় কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে।

KVP{কিষাণ বিকাশ পত্রের}সুদের হার ৬.৯ থেকে কমিয়ে ৬.২ শতাংশ করা হয়েছে।

PPF Interest Rate Cut News{Small Saving Interest Rate Cut News}

PPF_Interest_Rate_Cut_News
PPF_Interest_Rate_Cut_News

To read more news and download PDF Click Here

PPF Interest Rate Cut News{Small Saving Interest Rate Cut News}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here