রাজ্যে বন্ধ হল প্রাথমিক বিদ্যালয় ,শিক্ষকদের বদলি

0
23

অনেক দিন ধরেই আশঙ্কা ছিল। শেষমেশ তা সত্যি করেই বন্ধ হয়ে গেল রাজ্যের প্রায় ৮টি প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন কারনে ঐ স্কুল গুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবরের উঠে এসেছে।

যে ৮ টি স্কুল বন্ধ করা হয়েছে সেই সব স্কুল গুলো হল মেদিনীপুর শহরের । নীচে স্কুল গুলোর নাম দেওয়া হল:–

1.অজয় বিদ্যাপিঠ প্রাথমিক
2.রামচন্দ্র বিদ্যানিকেতন (বালিকা)
3. বড়বাজার প্রাথমিক(বালক)
4.রামচন্দ্র বিদ্যানিকেতন (বালিকা)
5.ওসমানীয়া প্রাথমিক
6.স্বামী সত্যানন্দ প্রাথমিক
7.কসাইপাড়া প্ৰাথমিক
8.মিরবাজার আদর্শ প্রাথমিক

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–::: CLICK HERE(এখানে ক্লিক করুন) :::–

ঐ সমস্ত স্কুল গুলো বন্ধ হওয়ার একাধিক কারণ সামনে এসেছে।সেগুলো হল:-
1. শহর তলীতে বিভিন্ন বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের রমরমা।
2.প্রায় 6 টির মতন স্কুল ভাড়া বাড়িতে চলছিল বলে খবরে উঠে এসেছে।
3. স্কুলগুলোর পরিকাঠামোই একেবারেই ভালো ছিল না।
4.পর্যাপ্ত ক্লাস ঘর ছিল না।
5. বাড়া বাড়িতে স্কুল চলার ফলে পরিকাঠামো উন্নতি করা স্কুল দপ্তরের পক্ষে সম্ভব হয়ে উঠেছে না বলে জানা যায়।
6.স্কুলে মিড ডে মিলের রান্নাঘর ছিল না।
7.স্কুলে পানীয় জল, শৌচালয়ের অভাব ছিল ।
8.কিছু স্কুলে একটি মাত্র ঘর ছিল।

ফলে একাধিক সমস্যার কারণে ঐ সমস্ত স্কুল গুলোকে বোন6করার শেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কিন্তু একটা প্রশ্ন হয়তোবা আপনাদের মনে আসছে যে ,না হয় ছাত্র ছাত্রীর অভাবে স্কুল বন্ধ করা হল কিন্তু ঐ সমস্ত স্কুলে শিক্ষক বা কিছু ছাত্র ছাত্রীতো ছিল তাঁদের কি হল??

এর যে উত্তর পাওয়া গিয়েছে সেটা হল। ঐ সমস্ত বন্ধ স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে অন্য স্কুলে ট্রান্সফার করা হয়েছে বা হবে ! ফলে তাঁদের সার্ভিস নিয়ে কোনও সমস্যা হবে না বলে জানা গিয়েছে। এবং বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোর ছাত্রছাত্রীদের আশপাশের স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে !


MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

MORE PAY COMMISSION NEWS CLICK HERE

LATEST DA NEWS CLICK HERE

PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here