NGT নির্দেশ পালন করতে গিয়ে কলকাতায় 26 টি স্কুলের পড়ুয়াদের আসা-যাওয়ায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল স্কুল শিক্ষা দপ্তর।কিন্তু সেই নির্দেশিকা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম মত বিরোধ দেখা দেয় । সেই নিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞার নির্দেশিকা প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর । জানা গেছে, শিক্ষামন্ত্রীর নির্দেশেই দপ্তর এই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে ।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–::: CLICK HERE(এখানে ক্লিক করুন) :::–
স্কুল শিক্ষা দপ্তর কিছুদিন আগেই কোলকাতার বেশ কয়েকটি বড় স্কুলকে নিয়ে বৈঠকে বসে এবং শেষে NGT-র নির্দেশ মেনে যানজট এড়াতে এবং কলকাতার বড় স্কুলগুলির চারপাশে যে বায়ুদূষণ রুখতে এই নির্দেশিকা জারি হয়েছে বলে আগে জানা গিয়েছিলো । কিন্তু এই এই নির্দেশিকা ঘিরে যখন প্রবল অসন্তোষ দেখা দেয় তখন সেই “পড়ুয়াদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞার” নির্দেশিকা প্রত্যাহার করে নেয় ।
যে সমস্ত খবর উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে, ভালো ভাবে পর্যালোচনা করে পরে কোনও নির্দেশিকা জারি হতে পারে ! অপর দিকে শিক্ষামন্ত্রী এক সংবাদ মাধ্যম কে জানিয়েছেন যে , ” পরিবেশ রক্ষা করা উচিত, তবে যে কায়দায় শিক্ষা দপ্তর করছে সেই কায়দায় নয় । পরিবেশটা তো শুধু শিক্ষা দপ্তরের বিষয় নয় । পরিবেশটা সামগ্রিকভাবে রাজ্যের এবং সমগ্র দেশের বিষয় । সুতরাং, 26টি স্কুলকে বন্ধ করলেই যে পরিবেশ রক্ষা হবে, এমনটা নয় ।” তিনি বলেছেন যে সমস্ত দিক পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেছেন । তারপর যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হবে । তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।
MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE
MORE PAY COMMISSION NEWS CLICK HERE
LATEST DA NEWS CLICK HERE
PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE