পড়ুয়াদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞার নির্দেশিকা প্রত্যাহার

0
8

NGT নির্দেশ পালন করতে গিয়ে কলকাতায় 26 টি স্কুলের পড়ুয়াদের আসা-যাওয়ায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল স্কুল শিক্ষা দপ্তর।কিন্তু সেই নির্দেশিকা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম মত বিরোধ  দেখা দেয় । সেই নিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞার নির্দেশিকা প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর । জানা গেছে, শিক্ষামন্ত্রীর নির্দেশেই দপ্তর এই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে ।

 

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–::: CLICK HERE(এখানে ক্লিক করুন) :::–

 

স্কুল শিক্ষা দপ্তর কিছুদিন আগেই কোলকাতার বেশ কয়েকটি বড় স্কুলকে নিয়ে বৈঠকে বসে এবং শেষে  NGT-র নির্দেশ মেনে যানজট এড়াতে এবং কলকাতার  বড় স্কুলগুলির চারপাশে যে বায়ুদূষণ রুখতে এই নির্দেশিকা জারি হয়েছে বলে আগে জানা গিয়েছিলো । কিন্তু এই এই নির্দেশিকা ঘিরে যখন প্রবল অসন্তোষ দেখা দেয় তখন  সেই  “পড়ুয়াদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞার” নির্দেশিকা প্রত্যাহার করে নেয় ।

যে সমস্ত খবর উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে, ভালো ভাবে পর্যালোচনা করে পরে কোনও নির্দেশিকা জারি হতে পারে ! অপর দিকে শিক্ষামন্ত্রী এক সংবাদ মাধ্যম কে  জানিয়েছেন যে , ” পরিবেশ রক্ষা করা উচিত, তবে যে কায়দায় শিক্ষা দপ্তর করছে সেই কায়দায় নয় । পরিবেশটা তো‌ শুধু শিক্ষা দপ্তরের বিষয় নয় । পরিবেশটা সামগ্রিকভাবে রাজ্যের এবং সমগ্র দেশের বিষয় । সুতরাং, 26টি স্কুলকে বন্ধ করলেই যে পরিবেশ রক্ষা হবে, এমনটা নয় ।” তিনি বলেছেন যে সমস্ত দিক পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেছেন । তারপর যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হবে । তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।

Annotation 2020 02 09 101018


MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

MORE PAY COMMISSION NEWS CLICK HERE

LATEST DA NEWS CLICK HERE

PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here