প্রাথমিক শিক্ষকদের বর্ধিত বেতন ঘোষণা হয় গত আগস্ট ২০১৯ সালে। কিছু কিছু সার্কেল এখনও সেই মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থ দেওয়া হয় নি। এখন যেটা খবর বেরিয়ে আসছে যে খুব তাড়াতাড়ি ঐ বকেয়া অর্থ প্রধান করা হবে। নীচে একটি এক্সেল এবং একটি ক্যালকুলেটোর দেওয়া আছে সেখানে সহজে আপনি আপনার বকেয়া অর্থ দেখে নিতে পারবেন। প্রথমে আপনি আপনার গ্রেড পে ০১.০৭.২০১৯ সালে কত ছিল সেটা সিলেক্ট করে নিন তাঁর পরে আপনি আপনার ০১.০৭.২০১৯ পে বেণ্ড বসিয়ে দিন।
এর পর নীচে আপনার কত মাসের বকেয়া অর্থ বাকি আছে সেটা সিলেক্ট করে নিন। বেশির ভাগ শিক্ষকের আগস্ট ২০১৯ সালের অর্থ বকেয়া আছে।
যদি এক্সেল কাজ করতে অসুবিধা হয় তাহলে ওয়েব ক্যালকুলেটোর পেতে এখানে ক্লিক করুন



![[JULY-Calculator]Salary increment calculator West Bengal,WB Employee July Increment Calculator WB_employees_July_increment_2022](https://www.wbedu.in/wp-content/uploads/2022/04/WB_employees_July_increment_2022-218x150.jpg)



