অনশনকারী পাঁচ শিক্ষককে ডাকলেন শিক্ষামন্ত্রী

0
21

fb img 15629382790534481133322341593118

খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে শিক্ষকদের যে নায্য বেতন কাঠামোর তা নিয়ে অনশন সেখান থেকে।

 

আজ অষ্ঠম দিনে পা দিয়েছে শিক্ষকদের অনশন কর্মসূচি এবং এই মুহূর্তের যে লেটেস্ট খবর পাওয়া যাচ্ছে যে শিক্ষামন্ত্রী পাঁচ জন অনশনকারী শিক্ষককে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন।

fb img 15636187374314827031076585799750

দুপুর 3 থেকে এই আলোচনা হওয়ার কথা এবং এই আলোচনা থেকে কি উঠে আসছে সেই দিকে আমাদের নজর থাকবে। প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ সেই দিকে আমাদের নজর থাকবে।

fb img 15636189150835977154441755172174

ফল করুন আমাদের এই ওয়েবসাইট টি যখন কোনও আপডেট পাবো তা আপনাদের সঙ্গে share করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here