রাজ্য সরকারী চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । স্কুল সার্ভিস কমিশনে বাড়ল শূন্যপদের সংখ্যা ।
শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তের বিরাট খবর দিলো wbsssc। শুন্য পদের সংখ্যা অনেকটা বাড়ানো হল বলে জানা যাচ্ছে।প্রায় ২,৫০০ শূন্যপদ বৃদ্ধি, শীঘ্রই শুরু হতে চলেছে চতুর্থ ফেজ এর কাউন্সেলিং।
যেটা জানা যাচ্ছে নবম-দশমে শূন্যপদ বেড়েছে ১৫১১টি এবং একাদশ-দ্বাদশে শূন্যপদের সংখ্যা বেড়েছে প্রায় ৮০২টি ।চতুর্থ দফা কাউন্সেলিংয়ের পর এই শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে । ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে ।
কিছু দিন আগেই অনশনকারী চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করে আসে।কারণ মুখ্যমন্ত্রীর আশ্বাসে তখন তাঁরা অনশন তুলে নিলেও তাদের বলা হয়েছিল যে 15 দিনের মধ্যে তাদের নিয়োগ করা হবে । কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তাদের নিয়োগ হচ্ছিল না তাই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল।ফলে মনে করা হচ্ছে যে আসন বৃদ্ধির ফলে ওয়েটিং লিস্ট এ থাকা চাকরিপ্রার্থীদের ভাগ্য খুব তাড়াতাড়ি খুলতে চলেছে।
যেটা জানা যাচ্ছে যে, দাড়িভিটের ঘটনার পর থেকেই একাধিক শূন্যপদে নানাবিধ ভুল ধরা পড়ে । সেই ভুল সংশোধনের পরই এতগুলি শূন্যপদের সংখ্যা বেড়েছে । এখন দেখার বিষয় ssc কবে চতুর্থ ফেজ এর কাউন্সেলিং শুরু করে ।