Primary teacher job interview questions 2023-শিক্ষক নিয়োগের ইন্টারভিউ-এ কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে? very big news

5
1042

Primary teacher job interview questions 2023– ২০২৩ সালে রাজ্যে কয়েক হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রথম ধাপে প্রায় ১১৭৬৫ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু হয়েছে। জেলা ভিত্তিক ধাপে ধাপে এই ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আপনার জেলার ইন্টারভিউ ডেট দেখতে হলে এখানে ক্লিক করুন।

এবার এই পোষ্টে আমরা আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি ,যেগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করা হতে পারে ! এই প্রশ্ন গুলো আপনারা দেখে যেতে পারেন! শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ন্য,এই প্রশ্ন গুলো ক্লাস ৬-১০ শিক্ষক নিয়োগের ইন্টারভিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ ! পর্ষদ এই ইন্টারভিউ নিয়ে বিভিন্ন নোটিশ ইতিমধ্যেই জারি করেছে সেই সমস্ত নোটিশ দেখতে এখানে ক্লিক করুন

Primary teacher job interview questions 2023

  • আপনি কেন শিক্ষক হতে চান?
  • .আদেশ ও শৃঙ্খলার মধ্যে পার্থক্য কি?
  • ‘আমার বই’ সম্পর্কে কিছু বলতে পারবেন কি?
  • বর্তমান অনলাইনে পড়াশুনার ব্যবস্থা শিশুদের জন্য কতটা সুফল ও কতটা কুফল বয়ে আনছে বলে আপনি মনে করছেন?
  • আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্তেও এই চাকরিতে আবেদন করলেন কেন?
  • অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়?
  • এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন?
  • CCE – এর পুরো কথার অর্থ কি ?
  • প্রতিটি বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা দেওয়া থাকে, এই প্রস্তাবনা দেওয়ার কারণ কি?
  • কখন একজন শিক্ষকে তুমি সার্থক বলবে?
  • স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি?
  • এডুকেশন বলতে আপনি কি বোঝেন?
  • কারিগরি ও বুনিয়াদি শিক্ষার মধ্যে পার্থক্য কি?
Primary teacher job interview questions 2023
Primary teacher job interview questions 2023

Personality Test এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ / দরকারি কিছু টিপস- প্রথমেই আপনার ড্রেস ঠিক করতে হবে! খুব বেশি চকচকে ড্রেস পরবেন না! পারলে সাদা ড্রেস পরবেন। মেয়েরা পারলে শাড়ি পরবেন। পারসনালিটি টেস্টের সময় আপনি আপনার চুলে হাত দেবেন না। রুমাল দিয়ে মুখ মুছবেন না ও মুখে হাত দেবেন না ৷ interview শেষ হলে অবশ্যই Thank you জানিয়ে রুম থেকে বেরবেন।

Primary teacher job interview questions 2023

লোক ডাউনে সার্বিক শিক্ষাব্যবস্থা কিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে আপনি মনে করেন?
শিশু শিক্ষা রচনা করেন কে?
MDM কি? এটি বিদ্যালয়ে কেন দেওয়া হয়?
আদর্শ শিক্ষকের সংজ্ঞা বলুন?
বেটি বাঁচাও বেটি পড়াও কবে চালু হয়? আপনি এই বিষয়টি কি ভাবে দেখছেন।
ছাত্রছাত্রীদের স্কুলে ইউনিফর্ম কেন পরতে বলা হয়?
একজন শিক্ষকের প্রথম কর্তব্য বিদ্যালয়ে বলে আপনি মনে করেন?
কোন ছাত্র অথবা ছাত্রী অকৃতকার্য হলে তার বৈধ কারণ কি হতে পারে?
সমাজে শিক্ষক হিসাবে আপনার ভাবমূর্তি কেমন হওয়া উচিত?
Primary teacher job interview questions 2023

শিশু শিক্ষা রচনা করেন কে?– মদনমোহন তর্কালঙ্কার। বাংলা ভাষায় শিশুদের জন্য বর্ণমালা শেখার প্রথম সার্থক পুস্তকটির নাম ‘শিশুশিক্ষা’, এটি ১৮৪৯ থেকে ১৯৫৩ সালের মধ্যে প্রথম প্রকাশিত হয়। ভারতের জাতীয় ধ্বনি কি? জয় হিন্দ। National Anthem – জনগণ মন অধিনায়ক | National Song – বন্দেমাতরাম।

rimary Teachers Recruitment 2014-2017 – কোন জেলা থেকে কত নিয়োগ এবং ক্যাটেগরি হিসাবে কত নিয়োগ!-Click Here to read this news

Primary teacher job interview questions 2023
Primary_Teachers_Recruitment_2014-2017

Primary teacher job interview questions 2023

  • ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা?
  • বিদ্যালয় জন্য বিশেষ কিছু কি করবেন?
  • কৃত্তিম শৃঙ্খলা বলতে কি বোঝেন?
  • স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত?
  • ধরুন আপনার সহশিক্ষক প্রায় দিন বিদ্যালয়ে দেরী করে আসেন এবং উনার ক্লাস আপনাকে নিতে হয় এক্ষেত্রে আপনি কি করবেন?
  • .কোন রাজনৈতিক দল বা স্থানীয় মানুষ অনুষ্ঠান করার জন্য স্কুলের ঘর বা মাঠ ব্যবহার করতে চাইলে তার কি অনুমতি দেওয়া ঠিক হবে বলে তোমার মনে হয়?
  • তুমি কি পণপ্রথা সমর্থন করো?
  • আপনি আপনার সংসার ও চাকরী দুটি কিভাবে একসাথে সামলাবেন?
  • মানব অধিকার কি? এটি রক্ষা করা কেন প্রয়োজন?
  • বর্তমান বেকারত্ব বিষয়টাকে আপনি কি ভাবে দেখছেন? সরকারের এ সম্পর্কে কি রূপ পদক্ষেপ নিচ্ছে এবং কি রূপ পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন?
  • কোভিড পরিস্থিতে স্কুল খোলা ঠিক না ভুল তার পরিপ্রেক্ষিতে যুক্তি দাও।

এই সমস্ত প্রশ্ন গুলো শেয়ার করা হল। যদি আপনারা আরও প্রশ্ন (Primary teacher job interview questions 2023) জানতে চান তাহলে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আরও অনেক প্রশ্ন পোস্ট করে দেবো। যদি আপনরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে কমেন্ট সেই প্রশ্নটি লীখূণ,আমরা তাঁর উত্তর দিয়ে (একটু সময় লাগতে পারে)দেবো।

FAQs

প্রাথমিক শিক্ষক নিয়োগের interview এর জন্য কত নাম্বার থাকে?

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটি ইন্টারভিউ ০৫ ও অ্যাপ্টিটিউট টেস্ট ০৫,সর্বমোট ১০ নাম্বার।

প্রাথমিক শিক্ষক স্তর কত?

ক্লাস ১ থেকে ৫ অব্দি।

প্রাথমিক শিক্ষকের শুরুতে বেতন কত?

এখানে ক্লিক করুন, প্রাথমিক,উচ্চ প্রাথমিক, মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক , গ্রুপ সি, গ্রুপ ডি এর বেতনের হিসাব দেখতে।

কি ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের নাম্বারের হিসাব করা হয়?

এখানে ক্লিক করে ডিটেলস আপডেট পাবেন,কিভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগের ওয়েটেজ ক্যালকুলেট করা হয়।

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here