জীবন বাজি রেখে আমরণ অনশন প্রাথমিক শিক্ষকদের, এবার কি কাটবে বেতন জট?

0
13

গত কাল অর্থাৎ ১২ই জুলাই থেকে uuptwa একটি অরাজনৈতিক সংগঠন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন এবং শিক্ষকদের অনৈতিক বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছে।

 

তাদের দাবি রাজ্য সরকারকে দেওয়া চূড়ান্ত সময়সীমা দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার কিছু ঘোষণা করে নি ফলে তারা এই অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।

 

আজ একটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে যে তার মধ্যে কিছু শিক্ষক সর্বশেষ খবর অনুসারে প্রায় ১৪ জন শিক্ষক বিভিন্ন জেলা থেকে তারা আমরণ অনশনের ডাক দিয়েছে।যতক্ষন না তাদের ঐ দাবি মানা হচ্ছে তাঁরা কিছুতেই এই অনশন তুলবে না বলে জানিয়েছেন।

 

এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই অনশনকারী প্রাথমিক শিক্ষকদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

তাঁদের যে মূল দাবি যোগ্যতা অনুযায়ী সর্ব ভারতীয় বেতন কাঠামো pb4 pay in pay band 9300 34800 এবং grade pay 4200 সেটা লাগু করা।

যদি বিভিন্ন খবর বেরিয়ে আসছিল যে তাঁদের বেতন কাঠামো মাদ্রাসা শিক্ষকদের বেতন কাঠামো মতন করা হবে। যদিও তার কোনও অফিসিয়াল নোটিশ বা go সরকার বের করে নি।

 

কিন্তু uuptwa প্রাথমিক শিক্ষা সংগঠন ঐ মাদ্রাসা বেতন কাঠামো মানতে না রাজ তাদের যে একটাই মূল দাবি prt স্কেল এর।

 

এখন দেখার বিষয় এই দাবি কখন পূরণ হয় বা সরকার কখন এই বেতন কাঠামো পরিবর্তন এর জন্য সরকারি নির্দেশিকা জারি করে তার দিকে আমাদের নজর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here