প্রাথমিকে ১৫ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যের : শিক্ষামন্ত্রী

0
149

শ্রীঘ্রই প্রাথমিক টেটের দামামা বাজতে চলেছে। গত কাল থেকে একের পর এক আপডেট আসছে প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে । যে সমস্ত খবরাখবর বেরিয়ে আসছে তাতে 15,000 এর বেশি কিছু শূন্য পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট অনুষ্ঠিত হতে চলেছে ।

 

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–

 

আজকের বর্তমানে পত্রিকায় যে খবরটি বেরিয়ে এসেছে সেখানে বলা হচ্ছে :- “টেট পরীক্ষা বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়ে দেওয়া হবে। কয়েক হাজার শূন্যপদে টেটের মাধ্যমে এই নিয়োগ হবে।”

 

ফলে এটা পরিস্কার যে, 2020 সালের মধ্যে প্রাথমিকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের সোর্স মারফৎ যে সমস্ত খবর বেরিয়ে আসছে তাতে এবারের টেট পরীক্ষা 20,000 থেকে 25,000 শূন্য পদের জন্য অনুষ্ঠিত হতে চলেছে।

 

২০১৭ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় আরেকবার টেট পরীক্ষা নেওয়ার জন্য । কয়েক লক্ষ আবেদনও জমা পড়ে। কিন্তু সেই পরীক্ষা আর হয়নি। কেন সেই টেট পরীক্ষা নেওয়া গেল না ,সেই কারণ হিসেবে তখন জানা যায় যে,
শূন্যপদ নিয়ে জটিলতার ফলে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সেই পরীক্ষা এবার দিনের আলোর মুখ দেখতে চলেছে।

 

প্রাথমিকে শিক্ষক ছাত্র অনুপাত ঠিক করতে আগেই সারপ্লাস শিক্ষকদের ট্রান্সফার এর কথা জানিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর।
এবার নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাবে পড়াশুনা হচ্ছে না সেখানে পড়াশুনার মান বাড়বে বলে মনে করা যাচ্ছে।

 

নতুন টেট নিয়ে রাজ্যের চাকরিপ্রার্থীরা বেশ আসাবাদী । কারণ দীর্ঘ দিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার পর এবার নিয়োগ জট কাটছে । সঙ্গে এই ঘোষণার ফলে আশায় বুক বাঁধছেন পরীক্ষার্থীরা। এর কারণ হল স্কুলে শিক্ষক।নিয়োগ ছাড়া আর কোনও ক্ষেত্রে সরকারের এতবড় নিয়োগ হয় না। তাই সবার নজর থাকে এই দিকেই।

 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

 

20200228 170155যে সমস্ত খবরাখবর বেরিয়ে আসছে তাতে 15,000 এর বেশি কিছু শূন্য পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট অনুষ্ঠিত হতে চলেছে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here