{প্রশ্ন এবং উত্তর} Prochesta Prakalpa Online Application

27
48

This Post Contents

Prochesta Prakalpa Online Application ঃ- In this article we discuss FAQ (Frequently Asked Questions )related to prochesta prakalpa online application and prochesta online application form.

prochesta prokolpo online application.Prochesta Prakalpa Application Form Online PDF Download Prokolpo Scheme 2020 Registration West Bengal.govt of westbegal.(Apply Now) Prochesta Online Application Link 2020.prochesta online application form pdf download.prochesta online application.west bengal prochesta prakalpa online form to be distributed from today.Apply Now Prochesta Online Application Link 2020.prachesta scheme goes online.Prochesta Online Application Link.prochesta prokolpo app .FAQ (Frequently Asked Questions )related to prochesta prakalpa online application.prochesta online app.prochesta online application form

Prochesta Online Application
Prochesta Online Application

Download the Prochesta Online Application mobile app

By clickling the given three link you can download the Prochesta Online Application mobile app :- LINK 1 / LINK 2 / LINK 3 (ARTICALE)

INFORMATION ABOUT PROCHESTA SCHEME

Apply Now Prochesta Online Application :আজ থেকে শুরু হয়ে গেল ‘প্রচেষ্টা প্রকল্প ’এর অনলাইন ফর্ম জমা নেওয়ার কাজ । কিন্তু এই ফর্ম জমা করা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে আপানদের মনে । আজ শুধুমাত্র সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো এই আর্টিকেল । এর পরেও যদি আপনাদের মনে কোনও প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আপনারা নীচের কমেন্ট বক্সে করবেন। উপরে ফর্মটি জমা করবার জন্য অ্যাপটির ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন । এর পরে ঐ অ্যাাপের মাধ্যমে নিজের ফর্মটিঅনলাইনে আপলোড করে দেবেন । এর জন্য নীচে দেওয়া তথ্য গুলিকে ভালো করে পড়ে নিন তাঁর পরে নীচের লিঙ্কে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করবেন।

FAQs

কারা আবেদন করতে পারবে ?

উত্তরঃ-পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা দিনমজুর বা শ্রমিক যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি করোনা ভাইরাসের কারণে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন এবং যার আয়ের অন্য কোনো বিকল্প নেই এরকম ব্যাক্তি।

কোথায় আবেদনপত্র জমা দেবেন ?

উত্তরঃ-অনলাইনে ‘প্রচেষ্টা প্রকল্প ’অ্যাাপের মাধ্যমে ।

কোনও অফিসে কি এই ফর্ম জমা করতে হবে ?

উত্তরঃ- না। শুধুমাত্র অনলাইনে অ্যাাপের মাধ্যমে এই ‘প্রচেষ্টা প্রকল্প ’এর জন্য আবেদন করতে হবে।

আবেদনকারীকে কি কি কাগজপত্র লাগবে ?

১.আবেদনকারীদের নামের প্রমাণ পত্র ()
২.ঠিকানা প্রমাণ পত্র
৩.বয়স প্রমাণ পত্র
৪. মোবাইল নম্বর
৫.ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর
৬.ব্রাঞ্চের নাম
৭.IFSC কোড
৮. ভোটার কার্ডের নং
৯.ডিজিটাল রেশন কার্ডের নং
১০.আধার কার্ডের নং
১১.ছবি

কারা আবেদন করতে পারবেন না ?

উত্তরঃ-যদি আপনি রাজ্য সরকারের কোনও প্রকারের সামাজিক প্রকল্প পান তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না ।

কি কি সামাজিক প্রকল্প পেলে আবেদন করা যাবে না ?

উত্তরঃ- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদনের যোগ্য নন । কৃষিকাজের সাথে যুক্ত  কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদনের যোগ্য নন ।

একটি পরিবারের কতজন আবেদন করতে পারবেন ?

উত্তরঃ- একটি পরিবারের একজনই ব্যাক্তি আবেদন করতে পারবেন ।

এখানে পরিবার হিসাবে কাঁদেরকে ধরা হবে ?

উত্তরঃ- এই প্রকল্প অনুসারে পরিবার বলতে স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের(ছেলে এবং মেয়েদের) ধরা হবে ।

‘প্রচেষ্টা প্রকল্প’কি?

উত্তরঃ- লকডাউনে কাজ হারাদের এককালীন অর্থ সাহায্য দিতে ‘প্রচেষ্টা প্রকল্প’এর ঘোষণা করেছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ‘প্রচেষ্টা প্রকল্প’ এর জন্য আবেদনকারীরা ১০০০ টাকা করে সামাজিক সুরক্ষা পাবেন।

এই ১০০০ টাকা করে কতদিন পাওয়া যাবে ?

উত্তরঃ- শুধুমাত্র একবার। এটা কোনও সামাজিক পেনশন নয়।

একটি মোবাইলে কত জনের আবেদন করা যাবে ?

উত্তরঃ- একবার ।

একটি মোবাইল নাম্বারে কতবার আবেদন করা যাবে ?

উত্তরঃ- একবার । এক বার কোনও মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করলে সেই মোবাইল নাম্বার দিয়ে আর কোনও অ্যাপ্লিকেশন বা আবেদন গ্রাহ্য হবে না ।

একটি ব্যাঙ্ক একাউণ্ট নাম্বার দিয়ে কত জনের আবেদন করা যাবে ?

উত্তরঃ- একবার । সেম একাউণ্ট নাম্বার হলে চলবে না। যতবার আবেদন করতে হবে ততবার নতুন একাউণ্ট নাম্বার লাগবে । না হলে অ্যাপ্লিকেশন বা আবেদন গ্রাহ্য হবে না ।

আবেদনের সময় কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে ?

উত্তরঃ- ভোটার কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড অথবা আধার কার্ড ।

টাকা কবে আসবে ?

উত্তরঃ- বিঃদঃ মনে রাখবেন আপনার দরখাস্ত বিবেচিত হলে এই আকাউন্টেই আপনার টাকা ঢুকবে ।

prochesta online application form

আরও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন । পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য স্কিম সম্পর্কে জানুন

Prochesta Online Application : নিয়ে আপনাদের প্রশ্ন এবং তাঁর সাম্ভাব্য উত্তরঃ- prochesta online app .

YouTube video for prochesta prakalpa online application

[su_youtube url=”“]

27 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here