শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয় নিয়ে আলোচনার জন্য উস্থির কর্মকর্তাদের বিধানসভায় ডেকে পাঠিয়েছেন!

শিক্ষকদের এই অনমনীয় আন্দোলনের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয় নিয়ে আলোচনার জন্য উস্থির কর্মকর্তাদের বিধানসভায় ডেকে পাঠিয়েছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে উস্থির রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাসের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

rty

বাকি আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা এখন রানি রাসমনিতে অবস্থানে রয়েছেন , তাঁদের সাফ দাবি তাঁদের চাই পিআরটি স্কেল অর্থাৎ গ্রেড পে ৪২০০ এবং পে ব্যান্ড ৯৩০০ – ৩৪৮০০ । এখন দেখার, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কি সিদ্ধান্ত হয়, তারপরেই আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ।

আজ মিছিল ধর্মতলায় অভিমুখে এগোতেই ব্যারিকেড গড়ে তুলে শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ৷ কিন্তু, শিক্ষক বিদ্রোহের আগুনে ভেঙে যায় ব্যারিকেড৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ায় শিক্ষকারা এবং গ্রেপ্তার করা হয় শিক্ষকদের । গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশ ব্যারিকেড ভাঙ্গে শিক্ষকেরা বলে জানা যায় ।