কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ বাড়ানো হলেও আগামী কাল ফের শুনানি !

0
22

SSC এর কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট । এই মামলায় আরও দুই সপ্তাহ স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট । তবে মামলাটির গুরুত্ব বিচার করে আগামীকাল ফের শুনানি হবে বলে জানান বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

screenshot 20190624 2201513026987511523800520

আগামী কাল মামলাটি 19 নাং লিস্ট এ আছে।

প্রায় 2000 জন কে রেকমেন্ডেশন লেটার দেওয়া হলেও প্রায় 800 জন লেটার হাতে থাকা সত্ত্বেও চাকরিতে যোগ করতে পারছেন না কোর্টের stay orders এর জন্য।
এখন মনে করা হচ্ছে আগামী কাল হয়তো বা এই কেস এর একটা রায় আসবে। এখন সেই দিকেই তাকিয়ে থাকবে চাকরিপ্রার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here