PSC-র পরীক্ষা পিছলো,সঙ্গে আরও কিছু পরীক্ষা নিয়ে আপডেট

0
6

আগেই পরীক্ষার সূচি বদলের জন্য দাবি জানিয়েছিলেন চাকরীপ্রার্থীরা । কারণ গোটা বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়েছে,লাফিয়ে লাফিয়ে বাড়ছে আতঙ্ক  প্রভাব পড়েছে ভারতেও ৷ স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। 

চাকরীপ্রার্থীদের দাবি মেনে  PSC-র ২১ শে মার্চ থেকে ৫ ই এপ্রিল অব্দি সমস্ত পরীক্ষা কে  আপাতত স্থগিত রাখছে। এর সঙ্গে ফিজিক্যাল টেস্ট ফায়ার ওপারেটোরদের জন্য এখনকার মত স্থগিত রাখছে ,যেটা হবার কথা ছিল আগামী ২৩ শে মার্চ। 

যে সমস্ত পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে তাঁর পরবর্তী পরীক্ষার দিনক্ষণ PSC-র ওফিসিয়াল (https://wbpsc.gov.in/) এ নির্দিষ্ট সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আজই  PSC এর চেয়ারম্যানকে মেল করে চাকরীপ্রার্থীরা পরীক্ষা সূচি বদলের জন্য আর্জি জানায় এবং আজই এই আপডেট আসায় স্বাভাবিক ভাবেই খুশি  চাকরীপ্রার্থীরা ।


[কম্পিউটর শিক্ষক নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। ক্যাবিনেট অনুমোদন করেছে ।খুব শ্রীঘ্রই সেই নিয়ে নোটিশ আসবে ! ২০০০ স্কুলের নাম দেখতে এখানে ক্লিক করুন। ]

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here