[Notice published] ভালো খবর, দীর্ঘদিন পরে আবার চালু হচ্ছে নিয়োগ

0
89

অবশেষে ভালো খবর পাওয়া গিয়েছে শিক্ষক তথা শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার নিয়ে। হ্যাঁ কোর্টের নির্দেশ মত জারি করা হল নোটিশ । নোটিশ জারি করল মাদ্রাসা সার্ভিস কমিশন। দীর্ঘ দিন মামলা চলার পর সুপ্রিম কোর্ট রায়ে জানিয়ে দেয় যে, মাদ্রাসা গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষমতা থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশনের উপরে।

 

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–

সেই মোতাবেক গত 13.02.2020 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি নোটিশ জারি করে জানিয়ে দেয় তাঁরা ধাপে ধাপে পরে থাকা নিয়োগ, ট্রান্সফার এবং die in harness application নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

ঐ নোটিশে পরিস্কার ভাবে জানানো হয়েছে যে,প্রথমে die in harness application দেখা হবে এবং যোগ্য বিবেচনা করে তাঁদেরকে আগে চাকরী দেওয়া হবে। দ্বিতীয় হল,physical এবং work education নিয়ে শিক্ষক নিয়োগ এর যে পরীক্ষা 6th SLST হয়েছিল, সেটা কমপ্লিট করা। এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় ধাপে জেনেরাল এবং মিউচুয়াল ট্রান্সফার শুরু করা হবে।

ফলে এই নিয়ে ভবিষ্যতে আরও কিছু ক্লারিফিকাশন আসতে পারে।

msc


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও কোর্ট কেস আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও কোর্ট কেস আপডেট পেতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here