স্কুলের শুরুর সময় ও ছুটির সময় স্কুলের পরিবর্তন এর ভাবনাচিন্তা

0
29

বেশির ভাগ স্কুলেই শুরুর সময় ও ছুটির সময় স্কুলের চারপাশে কিছুক্ষণের জন্য তৈরি হয় যানজট। তাই এবার স্কুলের চারপাশে যানজট এড়ানোর জন্য স্কুলের সময় সীমা পরিবর্তন এর জন্য আগামীকাল একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে চলেছে স্কুল কর্তৃপক্ষ এর সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের। এর জন্য ইতিমধ্যেই কলকাতার 19-20 টি রাস্তার ধারের স্কুল চিহ্নিত করার কাজ করে ফেলেছে স্কুল শিক্ষা দপ্তর।পার্কিংয়ের বিকল্প ভাবনাচিন্তার পাশাপাশি স্কুল শুরু ও ছুটির সময়ের সামান্য হেরফেরের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । ২ ডিসেম্বর আবার বৈঠক হবে বলেল জানা গিয়েছে ।

সম্ভাব্য দুটি প্রস্তাব উঠেছে বলে জানা গিয়েছে। একটি হল শ্রেণি অনুসারে টাইম টেবিল অনুসরণ করা। ফলে এতে যানজট অনকেটা কমতে পারে। দ্বিতীয় হল স্কুলের নিজেদের বাস অ্যারেঞ্জ করা।

এখন দেশে বায়ু দূষণ একটা চরম আকার ধারণ করেছে।ফলে এই দূষণ নিয়ন্ত্রণ থেকে কিভাবে পরিত্রান পাওয়া যায় সেটাই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 

TO READ 6TH PAY COMMISSION NEWS CLICK HERE

TO CALCULATE YOUR SALARY IN 6TH PAY COMMISSION CLICK HERE

TO READ PRIMARY TET NEWS CLICK HERE

TO READ UPPER PRIMARY NEWS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here