সোমবার থেকে বন্ধ রাজ্যের সব স্কুল,নির্দেশ রাজ্য সরকারের

0
170

গতকালেই এক সভা অনুষ্ঠিত হয় নবান্ন সভাঘরে ,সব ক্রীড়া   সংগঠনের সঙ্গে নিয়ে । সেখানে একাধিক বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে আসে এবং সেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় স্কুল বন্ধ করা নিয়ে বেশ উৎকণ্ঠা প্রকাশ করেন।

আজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে এই যে, আগামী সোমবার থেকে স্কুল, কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, SSK, MSK-সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখতে নির্দেশিকা দেওয়া হয়েছে।এবং তা বন্ধ  থাকবে আগামী ৩১ শে মার্চ অব্দি ।

HOLIDAYS

তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।এর আগেই নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর IIT।সাউথ পয়েন্ট স্কুল এবং অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কার্যত বন্ধ।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। হোস্টেল খালি করতে নির্দেশও দিয়েছে বিশ্বভারতী ।

WhatsApp Image 2020 03 13 at 9.55.20 PM

সব মিলিয়ে এটা পরিষ্কার যে,এই পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়ে উঠে তা হলে এই  ছুটি নিয়ে রাজ্য সরকার ফের সিদ্ধান্ত  নিতে পারে বলে জানা গিয়েছে।

 

CLICK HERE TO READ DA NEWS

CLICK HERE FOR PAY COMMISSION SALARY CALCULATORS

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here