বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গেল ‘দি ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) (রিপিলিং) বিল, ২০১৯’। শাসক দল ৯৬-২৯ ব্যবধানে জয় লাভ করে ।


এই বিল পাশ হওয়ার ফলে পুনরুজ্জীবন হল দি ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট’২০১১-এর। সরকারের তরফে জানানো হয়েছে, বিরাট সংখ্যক নন-পাবলিক সার্ভিস কমিশন পদগুলি দ্রুত পূরণের জন্যই স্টাফ সিলেকশন কমিশনের মতো সংস্থার প্রয়োজন।অর্থাৎ এবার পিএসসি নয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যম বিপুল পরিমাণ কর্ম সংস্থান হতে চলেছে ২০১৯ সালে।
তাই ২০১৭ সালে পাশ হওয়া দি ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) অ্যাক্ট বাতিল করে পুরনো আইনটিই ফিরিয়ে আনা হল। এর ফলে বিপুলসংখ্যক শুন্য পদ দ্রুত পূরণ করা হবে। কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি । তবে যা খবর প্রায় ৩০,০০০ বেশি সংখ্যক শুন্য পদে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ssc।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট এই বিলটি বিধানসভায় পেশ করা হয়েছিল। বিলের অর্থনৈতিক প্রভাব নিয়ে কোনও ব্যাখ্যা না থাকায় আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তার জেরেই সেদিন বিল নিয়ে আলোচনা স্থগিত করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ঠিক হয় আগামী ৩ সেপ্টেম্বর ফের উপস্থাপন করা হবে বিলটি। গতকাল এই বিলটি পাস হয়ে যায়।
scc কে তুলে দিয়ে আবার ফেরৎ আনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে অনেক মত বিরোধ দেখা দিলেও এতে অনেক বেকার যুবক যুবতীদের চাকরী হবে এতে সবায় একমত।