[ SSK and MSK option form download ] তাঁদেরকে শিক্ষা দপ্তরের আওতায় আনা হবে।

0
540

দীর্ঘ আন্দোলন এবং অনশন এর পর একটা খুবই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে ssk এবং msk শিক্ষক শিক্ষিকা দের জন্য। তাঁদের বিভিন্ন দাবির মধ্যে একটা দাবি ছিল তাঁদের কে পঞ্চায়েত এর অধিনস্ত থেকে শিক্ষা দপ্তরের অধিনে বা আওতায় আনা হোক। সেই দাবি রাজ্য সরকার মেনে নিয়ে ঐ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কে আগামী 01.04.2020 তারিখে শিক্ষা দপ্তরের অধিনে আনার জন্য নোটিশ জারি করেছে । পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। এই অপশন দিতে পারবেন যাঁদের বয়স 01.04.2020 এর মধ্যে 60 বছর থাকবে। তাঁদেরকে আগামী 01.02.2020 এর বিকেল 5 টার মধ্যে ঐ অপশন ফর্ম জমা করতে হবে বলে জানা গিয়েছে। নীচে অপশন ফর্মটি দেওয়া হল।

 

 

FB IMG 1576893017394

রাজ্যে সরকারের এই সিদ্ধান্ত কে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্বাগত জানিয়েছেন। কারণ এবার তারা পার্শ্ব শিক্ষকের মর্যাদা পাবেন।কিন্তু এর জন্য তাদেরকে একটা অপশন ফর্ম পূরণ করতে হবে। উক্ত অপশন ফর্মটির সঙ্গে এক কপি মাধ্যমিক এর এর পাস সার্টিফিকেট অথবা অ্যাাডমিড কার্ড লাগবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here