নিজের ভোটার কার্ডের ইংরেজি এবং বাংলা বানান অনলাইনে চেক করুন ঠিক আছে কি না !

0
214

আমরা কিছু দিন আগেই NVSP ( national voter service portal) এ গিয়ে, নিজের এবং পরিবারের ভোটার তথ্য যাচাই করলাম। যদি কিছু আমাদের ভোটার কার্ডে ভুল আছে তাহলে আমরা ঐ NVSP পোর্টালে গিয়ে তা সংশোধন করেছি। এবার সেই সংশোধন হয়েছে কি না তা জানতে আপনি হয় অনলাইনে বা অফলাইনে BLO এর কাছ থেকে তা জেনে নিতে পারেন।প্রত্যেক DO এবং BLO এর কাছে একটা করে সংশোধনী বাংলা নামের তালিকা এসেছে যারা ভোটের কার্ড সংশোধন করেছিলেন প্রত্যেকে নিজেদের এপিক কার্ড সংশোধন হয়েছে কিনা দেখে নিন ৷ আর যদি ইংরেজি নাম সংশোধন হয়েছে কিনা জানতে চান তাহলে নিচের দেওয়া লিংকে এপিক নম্বর দিয়ে সার্চ করে দেখুন৷

আর যদি আপনার ভোটার কার্ড এখন কারেকশন করতে চান তাহলে আপনাকে আপনার BLO এর কাছে গিয়ে তা করতে হবে। যা এখন 15 ই জানুয়ারি 2020 অব্দি চলবে বলে জানা গিয়েছে।

–::অনলাইন এ::–

 

–::ইংরেজি  এবং বাংলার নামবানান দেখার জন্য।::–

এখানে ক্লিক করে বা wberms site গিয়ে নিজের epic no বা distrct wise করে নিজের নাম type করে নিজের ইংরেজি বানান ঠিক আছে কি না ভোটার কার্ডে সেটা দেখে নিতে পারবেন। নিচের স্ক্রিন শর্ট এ দেখানো হয়েছে।

 

e1

e2

e3

e4

 

 

–::বাংলার নাম ,ঠিকানার জন্য ::–

এখানে ক্লিক করে বা ceowestbnegal.nic.in type করে official ওয়েবসাইট চলে যাবেন। সেখানে নীচের স্ক্রিন শর্ট দেখানো আছে কিভাবে নিজের বাংলা বানান যাচায় করবেন।

 

 

 

b1

b2 b3 B4

 

 

 

যদি আপনাদের কিছু সমস্যা হয় site থেকে চেক করতে তাহলে আপনার BLO বা DO এর সঙ্গে দেখা করে চেক করে নিতে পারবেন। এবং কিছু সিংশোধন এর প্রয়োজন হলে তা অফলাইনে এর মাধ্যমে BLO বা DO এর দ্বারা সহজেই ঠিক করে নিতে পারেবন।যদি সংশোধন না হয়ে থাকে তাহলে আবার অফলাইনে ১৫ জানুয়ারি মধ্যে সংশোধন করবেন৷

প্রত্যেক DO এবং BLO এর কাছে একটা করে সংশোধনী বাংলা নামের তালিকা এসেছে যারা ভোটের কার্ড সংশোধন করেছিলেন প্রত্যেকে নিজেদের এপিক কার্ড সংশোধন হয়েছে কিনা দেখে নিন ৷ আর যদি ইংরেজি নাম সংশোধন হয়েছে কিনা জানতে চান তাহলে নিচের দেওয়া লিংকে এপিক নম্বর দিয়ে সার্চ করে দেখুন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here