আজ ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের মিটিং। এবং সেখানে শিক্ষামন্ত্রী এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন।এই ঘোষণায় সরাসরি উপকৃত হবেন বাংলার প্রায় ৬০ হাজার শিক্ষক৷
বেতন বাড়ল SSK, MSK শিক্ষকদের । SSK শিক্ষকদের বেতন বেড়ে হল 10 হাজার এবং MSK শিক্ষকদের বেতন বেড়ে হল 13 হাজার । বর্তমানে একজন ssk শিক্ষক বেতন পেতেন প্রায় 5994 টাকা সেখান থেকে তাঁদের বেতন হল 10000 টাকা এবং একজন msk শিক্ষক পেতেন প্রায় 8900 সেখান থেকে বেড়ে হল 13000 টাকা বলে জানা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে আন্দোলন ও অনশনের করছিলে এই সমস্ত ssk এবং msk শিখিকেরা। ফলে বলা বাহুল্য দীর্ঘ কয়েক বছর পর এই বেতন বৃদ্ধি হল।