আজ এসএসকে-এমএসকে শিক্ষকদের নিয়ে বৈঠক পার্থর ,উঠে আসতে পারে বেতন বৃদ্ধি নিয়ে আপডেট

0
66

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তনের পর এবার পালা ssk এবং msk শিক্ষকদের।আজ, সোমবার ask এবং msk শিক্ষকদের নিয়ে বৈঠক করতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

গত 20 শে জুলাই এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরের দিন 21 শে জুলাই হওয়ার কারনে ঐ সভা বাতিল করা হয়।তাই আজ এই সভা অনুষ্ঠিত হতে চলেছে। প্রাথমিকের পর তাঁদেরও বেতন বৃদ্ধি হতে পারে বলে আশা করছেন এই শিশু সহায়করা। এই বৈঠকে যোগ দিতে জেলা থেকে হাজার হাজার শিক্ষক কলকাতায় আসছেন বহু।

এই দিকে প্রায় ৬০ হাজার শিক্ষক বেতন বৃদ্ধির এবং আরও অন্যান্য দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছিলেন।পরে শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়ে তাঁরা তাঁদের কর্মসূচি রোধ করেন এবং আজ সেই মত সভা অনুষ্ঠিত হতে চলেছে।

উল্লেখ্য, ssk শিক্ষকরা এখন ৫৯৫৪ টাকা পান। অন্যদিকে, msk ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী বেতন রয়েছে। যেমন, পাশ গ্র্যাজুয়েটরা পান ৮৯৩০ টাকা, অনার্স গ্র্যাজুয়েটরা ৯৬৭৫ এবং প্রধান শিক্ষকরা পান ১০ হাজার ৪১৯ টাকা। আজ কি বেতন বৃদ্ধির সমস্যা মিটবে সেটাই দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here