All Departments under State Government shall start functioning with effect from 20th April
করোনা পরিস্থিতিতে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ রা মে অব্দি করা হয়েছে। কিন্তু এর মাঝে অর্থাৎ ২০ শে এপ্রিল থেকে অনেক দপ্তর থেকে শুরু করে বেশ কিছু কর্মক্ষেত্র খুলতে চলেছে।এই মর্মে নির্দেশিকাও জারি করেছে স্বাষ্ট্রমন্ত্রক। উক্ত নোটিশটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
আগামী ২০ এপ্রিল থেকে রাজ্য সরকারের অফিসে কর্মী ও আধিকারিকদের উপস্থিতির ব্যাপারে নির্দেশিকা জারি হল।জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ২০ তারিখ থেকে সরকারি অফিসে ডেপুটি সেক্রেটারি ও তার উপরের এবং সমপদের অন্য অধিকারিকরা অফিস করবেন। তাঁদের সাহায্যকারী হিসেবে অফিসে গ্রুপ ‘সি’ ও তার নীচের শ্রেণীর সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মীকে আনা যাবে। একদিন অন্তর কর্মী ও আধিকারিকদের আনার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। বিভাগীয় প্রধানরা এর জন্য অফিসে বিশেষ রোস্টার তৈরি করবেন। অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে কাজ করার কথা বলা হয়েছে।
জানা গিয়েছে যে,রাজ্য সরকারি অফিসে স্বাভাবিক
কাজ শুরুর লক্ষ্যে নির্দেশিকা। এর ফলে রাজ্য সরকারি অনেক কাজকর্ম এগোবে এবার। যদিও সরকারি কর্মচারীদের একটা অভিযোগ এই যে,তাঁরা এই লকডাউনের সময়ে কিভাবে আসবেন। কারন তাঁদের আসা যাওয়া জন্য সরকারি বাসের ব্যবস্থা করলে ভালো হত।
আরও পড়ুন:জুলায় মাসে কত বেতন বাড়বে, পে কমিসনের পর
আরও পড়ুন:রাজ্য সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ল