পুরভোটের আগে ফের রাজ্যে শিক্ষক নিয়োগ , আবেদন শুরু আজ থেকে

2
41

শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কিছু মামলা চলছে হাইকোর্টে।এর জন্য যেমন নতুন নিয়োগে বাঁধা পাচ্ছে ,ঠিক সেই রকম ভাবেই পুরাতন নিয়োগও আটকে যাচ্ছে।যাঁর ফলে সমস্যায় পড়তে হচ্ছে চাকরিপ্রার্থীদেরকে।

[নতুন শিক্ষক নিয়োগ বিধি প্রকাশিত হল ,বাংলায়  পড়তে এখানে ক্লিক করুন]

 

কিন্তু এর মাঝে রাজ্য শিক্ষক নিয়োগ নিয়ে বেশ ভালো খবর বেরিয়ে এসেছে এই মুহূর্তে।জানা গিয়েছে বেশ কিছু শূন্য পদে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে উদ্যোগী হয়েছে কমিশন।

বুধবার থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে আবেদনের প্রক্রিয়া। আবেদন করা যাবে ১৫ই এপ্রিল পর্যন্ত।আবেদনকারী প্রার্থীদের টেট-এ উত্তীর্ণ বাধ্যতামূলক। সঙ্গে চাকরিপ্রার্থীদের d.el.ed ও b.ed ডিগ্রী থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

পুরভোটের আগে মিউনিসিপাল সার্ভিস কমিশন কলকাতা কর্পোরেশনের অনুমোদিত প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মূলত কলকাতা কর্পোরেশনের অধীনে হিন্দি,ইংরেজি ও উর্দু এই তিনটি বিষয়ে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে বলেই কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ২০১ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কমিশন ।

[ আরও পড়ুন :- শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়,এবার গতি পাবে শিক্ষক নিয়গে,ক্লিক করুন এখানে ]

মিউনিসিপাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট,www.mscwb.org মারফতই অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ের জন্য কত গুলি করে শূন্য পদ রয়েছে:

 

বিষয়শূন্য পদ
ইংরেজি১৪৯ টি।
হিন্দি১৯টি
উর্দু ৩৩ টি।
TOTAL 3 SUBJECT TOTAL 201 VACANCY

 

***যিনি যে মাধ্যমের শূন্যপদের জন্য আবেদন করবেন, তাঁর উচ্চমাধ্যমিকে স্তরে সেই ভাষা অবশ্যই প্রথম বা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকতে হবে।

 

 

1 TET

 

 

 

 

 

 

 

 

3 TET

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                        2 TET

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE

2 COMMENTS

  1. Sir Ami 2014 wbtet qualified. Amar del.ed complete. h.s a second language 6ilo english. So can I apply for this post?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here