ইতিমধ্যেয় জারি হয়েছে নতুন শিক্ষক নিয়োগ নীতি, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অব্দি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে।সেখানে লিখিত পরীক্ষার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে যে নতুন পরীক্ষা নেবে ডব্লিউবিএসএসসি সেখানে থাকবে না কোনও ইন্টারভিউ।
গতকাল শিক্ষা বাজেট অধিবেশন ফের একবার সেই কথায় বলেছেন শিক্ষা মন্ত্রী বলে জানা গিয়েছে। তিনি সোমবার বিধানসভায় শিক্ষা বাজেট নিয়ে আলোচনা সময় জানান যে,স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফলাফলই গুরুত্ব পাবে।
তিনি এর সঙ্গে এও জানান,কেন্দ্রে যে জাতীয় শিক্ষানীতির কসড়া প্রকাশ পেয়েছে ,তার সবটাতেই আপত্তি রয়েছে রাজ্যের । রাজ্য সরকার একটি শিক্ষানীতির কসড়া তৈরি করেছে। সেটা তৈরি করা হয়েছে রাজ্যের প্রায় সব দলকে নিয়েয় ।
বেশ কিছু প্রশ্নের জবাব দিয়ে শিক্ষামন্ত্রী আরও জানান যে, রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিধান্ত গ্রহণ করেছে এবং পরে আরও কিছু গুরুত্বপূর্ণ সিধান্ত নেবে ! কম পয়সায় যাতে আমাদের ছেলেমেয়েরা উৎকর্ষ শিক্ষা পায় সেই দিকে রাজ্য সরকার নজর রাখছে । এছাড়া ২০০০ স্কুলকে চিহ্নিত করেছে রাজ্য। সেখানে কম্পিউটর শিক্ষক নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। ক্যাবিনেট অনুমোদন করেছে ।খুব শ্রীঘ্রই সেই নিয়ে নোটিশ আসবে !
[ ২০০০ স্কুলের নাম দেখতে এখানে ক্লিক করুন। ]
তিনি আরও জানান যে,সমর্থন,সহায়তা এবং সমালোচনা মাধ্যমে আসুন আমরা শিক্ষায় বাংলাকে সবার সেরা করে তুলি।
প্রাথমিকের টেট এবং উচ্চ প্রাথমিকের টেট সম্পর্কিত বইয়ের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE
তিনি আরও জানান যে,সমর্থন,সহায়তা এবং সমালোচনা মাধ্যমে আসুন আমরা শিক্ষায় বাংলাকে সবার সেরা করে তুলি। |