TET Certificate 2023:টেট শংসাপত্র!টেট উত্তীর্ণ সার্টিফিকেট! সময়সীমা এক্ষেত্রে কোনও বাঁধা নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।

0
302

TET Certificate: টেট উত্তীর্ণ সার্টিফিকেট বৈধ থাকবে সারা জীবন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল WBSSC। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, The National Council for Teacher Education (NCTE) পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী, টেট সার্টিফিকেটের (TET Certificate) বৈধতা সাত বছর (7 YEARS)ছিল। ২০১১ সালের ১১ ফেব্রুয়ারির এনসিটিই-র নির্দেশিকায় বলা ছিল, টেট উত্তীর্ণ সার্টিফিকেটের বৈধতা সর্বোচ্চ সাত বছর থাকবে। চলতি বছর ৯ জুন একটি চিঠি পাঠিয়ে এনসিটিই জানিয়েছে, সব বিভাগের টেট উত্তীর্ণ সার্টিফিকেটের বৈধতা সারা জীবন (LIFE TIME) থাকবে।

NCTE-র সেই চিঠিটি স্কুল শিক্ষা দফতরের তরফে স্কুল সার্ভিস (West Bengal Central School Service Commission) কমিশনকে পাঠানো হয় গত ১৩ জুন। তার ভিত্তিতেই এ রাজ্যে টেট উত্তীর্ণ সার্টিফিকেটকে সারাজীবনের জন্য বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের তরফে দেওয়া টেট উত্তীর্ণ সার্টিফিকেটগুলি আজীবন বৈধ থাকবে। সার্টিফিকেটে উল্লিখিত বৈধতার সময়সীমা এক্ষেত্রে কোনও বাঁধা নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Notice Memo No.720 / 6088/CSSC/ESTT/2023 Date: 30.06.2023

The National Council for Teacher Education (NCTE) vide letter no. NCTE-reg1011/78/2020-US(Regulation)-HQ/99954-99992 dated 09.06.2021, has informed that the second sentence of para 11 of its letter no: 76-4/2010/NCTE/Acad dated 11.02.2011 which is

‘The validity period of TET qualifying subject for appointment shall be decided by the appropriate Government subject to a maximum of seven years for all categories’, shall be substituted by ‘validity period of TET qualifying subject for appointment, unless otherwise notified by the appropriate Government, would remain valid for life.’

Since the above memo of National Council for Teacher Education has been duly communicated vide Memo No: 822-SE/SED-17099/70/2023-LAW SEC-Dept. of SE dated 13.06.2023 of School Education Department, Government of West Bengal, it has been decided that the validity period of Certificates of Teacher Eligibility Test, already issued by the West Bengal School Service Commission, would be extended to remain valid for life irrespective the period mentioned therein.

Click Here to download this notice (TET Certificate)-from serial no 206

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here