আজ থেকে শুরু হচ্ছে TGT এবং CAS সহ আরও পাঁচ দফা দাবি নিয়ে BRIHATTARA
GRADUATE TEACHERS’ ASSOCIATION এর তিনদিনের ধর্না কর্মসূচী। আজ থেকে চলবে
আগামী ৫ই নভেম্বর পর্যন্ত । তাঁরা কলকাতার শহিদ মিনারের পাদদেশে বিক্ষোভে এবং
ধর্নায় বসতে চলেছেন । কেন এই কর্মসূচী ??
যদি কেন্দ্রীয় বেতন কাঠামোর দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এখনও রাজ্যের
TGT( TRAINED GRADUATE TEACHER) এবং PGT(POST GRADUATE TEACHER)
দের মধ্যে বেতন পার্থক্য থাকার কথা ২৭০০ টাকা । কিন্তু রাজ্যের শিক্ষকদের মধ্যে বেতন
পার্থক্য দিনের পর দিন বেড়েই চলেছে এবং এই বেতন পার্থক্য ষষ্ঠ পে কমিশন
কার্যকর হলে আরও বাড়বে। তাই তাঁদের দাবি পে কমিশনের আগে বেতন পার্থক্য ঘুচিয়ে
নির্দিষ্ট হারে বেতন দেওয়া হোক।
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে টিজিটি এবং পিজিটি ক্যাটাগরির শিক্ষকদের
বেসিক পে’র মধ্যে পার্থক্য থাকার কথা ২৭০০ টাকা। অর্থাৎ একজন TGT শিক্ষকের
গ্রেড পে বর্তমানে ৪১০০ টাকা যেটা ৪৬০০ টাকা হওয়া উচিত বলে দাবি তাদের ।
বেতনের এই বৈষ্যমের বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্নও হয়েছিলেন
BRIHATTARA GRADUATE TEACHERS’ ASSOCIATION এবং হাইকোর্ট তাঁদের
পক্ষে রায় ও দেয় কিন্তু তা সত্ত্বেও কেন গ্রাজুয়েট
শিক্ষকদের এই বেতন বৈষম্য দূরীকরণে কোনও রকম উপযুক্ত ব্যবস্থা
গ্রহণ করছে না রাজ্য সেই নিয়ে তাঁদের এই আন্দোলন ।
এই আন্দোলন কোনদিকে মোড় নেই এখন সেটাই দেখার এবং রাজ্যের তরফে
কোনও কিছু ঘোষণা হয় কিনা সেটাই দেখার …



![[Download-PDF]WBSSC Special Educator Notification 2025: Complete Details & Latest Updates,very big news WBSSC Special Educator Notification 2025](https://www.wbedu.in/wp-content/uploads/2025/09/WBSSC-Special-Educator-Notification-2025-218x150.jpg)


