Timing of special train.Ticket booking of special train.Time table of Train.
লকডাউনের জন্য অনেক দিন ধরেই ধমকে রয়েছে রেলের পরিষেবা। কিছদিন আগেই রেল নোটিশ জারি করে জানিয়েছিল যে গতকাল অর্থাৎ মঙ্গলবার 12ই মে থেকে ধীরে ধীরে রেলের যাত্রী পরিবহন শুরু হবে।
সেই মোতাবেক আজ থেকে শুরু হয় রেলের বুকিং পরিষেবা। কিন্তু বুকিং শুরু হতেই মাত্র 10 মিনিটে শেষ হয়ে যায় 12ই মে হাওড়া-দিল্লি গামী ট্রেনের টিকিট।
যদিও প্রত্যেকদিন চলবে।কিন্তু বাকি দিন গুলোর টিকিট ও দ্রুত বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে।
নীচে একটি চার্ট দেওয়া হল। কোন ট্রেন কোন সময়ে কোথা থেকে ছাড়বে।

Timing Of Special Train(ticket booking of special train)
সন্ধ্যায় বুকিং চালু হতেই, দশ মিনিটে শেষ হয়ে গেল আগামীকালের হাওড়া-দিল্লি সব টিকিট ।
When ticket booking of special train start again ?
আগামীকাল বিকেল চারটে থেকে বুকিং শুরু হবে । শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইটে (https://www.irctc.co.in/) এই বুকিং করা যাবে । CLICK HERE for ticket booking of special train.

এই দিকে প্রযুক্তি গত ত্রুটির জন্য নির্দিষ্ট সময়ে irctc বুকিং শুরু করতে পারে নি।আজ সন্ধ্যা 6 টা থেকে শুরু হয় রেলের বুকিং প্রক্রিয়া
হাওড়া থেকে মঙ্গলবার বিকেল ৫.০৫ মিনিটে নয়াদিল্লিগামী এসি স্পেশ্যাল ট্রেন ছাড়বে৷ প্রতিদিনই ওই সময়ে ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে৷ পরদিন সকাল দশটায় নয়াদিল্লি পৌঁছবে ট্রেনটি৷ অন্যদিকে বুধবার বিকেল ৪.৫৫ মিনিটে নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেবে হাওড়াগামী ট্রেনটি৷ পরদিন সকাল ৯.৫৫ মিনিটে ট্রেনটি হাওড়ায় এসে পৌঁছবে৷