আজ কোলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে আছেন হাজার হাজার চাকরীপ্রার্থীরা।আজ শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপার প্রাইমারি মামলার শুনানি হবে কোলকাতা হাইকোর্টে। আজ কোর্টের ৩৯ নম্বর কোর্টে হবে আপার প্রাইমারি মামলার শুনানি। কোর্টের ২ নাং সিরিয়ালে আছে এই কেসটি ।
একাধিক অভিযোগ তুলে মামলা হয় কোলকাতা হাইকোর্টে। আজকের রায়ের উপর নির্ভর করছে কয়েক হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। আগের দিন এই কেসের শুনানিতে কোনও পজিটিভ আপডেট না আসার জন্য মামলাকারীরা কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে।এর পর মামলাকারীদের মধ্যে থেকে দুই প্রতিনিধির সঙ্গে বিচারপতির কথা হয় এবং অবস্থান বিক্ষোভ উঠে যায়।
সমস্ত দিকে বিবেচনা করলে আজকের আপার প্রাইমারির কেসের শুনানি খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু বেশির ভাগ চাকরিপ্রার্থীরা মনে করছে আজকেও একটি নতুন ডেট ছাড়া কিছুই পজিটিভ আপডেট বেরিয়ে আসবে না !!
[আরও পড়ুন — আপার প্ৰাইমারী শিক্ষক নিয়োগ নিয়ে আশার আলো !]
উল্লেখ্য, আপার প্রাইমারীতে শিক্ষক নিয়োগের জন্য ২০১৫ সালের ১৬ আগস্ট গোটা রাজ্য জুড়ে টেট পরীক্ষা নেয় এসএসসি। এরপর উত্তীর্ণ প্রার্থীদের ইন্টার্ভিউ নেওয়া হয়।তার পর টেনটেটিভ মেরিট লিস্ট প্রকাশ করে ডব্লিউবিএসএসসি। সেই লিস্ট নিয়ে বিস্তর অভিযোগ জমা পরে এসএসসি এর কাছে ,হয় মামলাও । আজই সেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি।
সমস্ত দিকে বিবেচনা করলে আজকের আপার প্রাইমারির কেসের শুনানি খুবই গুরুত্বপূর্ণ ।আজ কোর্টের ৩৯ নম্বর কোর্টে হবে আপার প্রাইমারি মামলার শুনানি। কোর্টের ২ নাং সিরিয়ালে আছে এই কেসটি । |
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE