কি হল আজ প্রাথমিকের ভুল প্রশ্ন মামলার শুনানিতে ,জানুন বিস্তারিত

1
274

দীর্ঘ দিন ধরে চলছে প্রাথমিকের ভুল প্রশ্ন মামার শুনানি। এই সমস্ত মামলা গিয়েছে সুপ্রিম কোর্ট অব্দি ।হয়েছে কোর্ট অবমাননার মামলা।তার পর কোলকাতা হাইকোর্টের নির্দেশ মত শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া। কিন্তু এই সমস্ত মামলা কিছুতেই নিষ্পত্তি লাভ করছে না।

সুপ্রিম কোর্ট ফেরৎ পর্ষদের যে মামলা চলছে কোলকাতা হাইকোর্টে । তাঁর শুনানি ছিল আজ মামলার দিক থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল আজকের এই মামলাটি।

আজ শুনানিতে দুই পক্ষের মধ্যে বেশ সাবাল জবাব হয় বলে জানা গিয়েছে। এক দিকে মামলাকারী আইনজীবীদের পক্ষে সমস্ত মামলাকারীদের প্রাথমিকের খাতা পুনঃমূল্যায়ন করে দেখার জন্য আবেদন জানান।

আজ উভয় পক্ষের বক্তব্য শুনে এই মামলার ফের কিছু গুরুত্বপূর্ণ পক্ষ শুনতে আগামী 18ই মার্চ দিন ধার্য করেন। অর্থাৎ প্রাথমিক পর্ষদের এই মামলাটি ফের শুনানির জন্য আগামী 18ই মার্চ ফের কোলকাতা হাইকোর্টে উঠবে।

অপর দিকে প্রতিভা মন্ডলের কেসের শুনানি হবে আগামী 27ই মার্চ। পর্ষদের মামলা চলার জন্য এই মামলার ও বিশেষ কিছু অগ্রগতি হওয়া মুশকিল বলে মনে করছে অভিজ্ঞ মহল।

 

[ আরও পড়ুন :- শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়,এবার গতি পাবে শিক্ষক নিয়গে,ক্লিক করুন এখানে ]

যখন প্রাথমিকের ভুল প্রশ্ন মামলার শুনানি হয়েছিল, তখন দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল যে প্রাথমিকের সমস্ত ভুল প্রশ্ন মামলাকে একত্রিত করে কোলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ-এ শুনানি করতে!সেই মতন শুনানি চলছে কোলকাতা হাইকোর্টে । এবং আজ এই মামলাটি ফের শুনানি হয় কোলকাতা হাইকোর্টে।

ফলে ফের আগামী 18ই মার্চ এর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনও হাত নেয় হাজার হাজার চাকরিপ্রার্থীদের কাছে !

[নতুন শিক্ষক নিয়োগ বিধি প্রকাশিত হল ,বাংলায়  পড়তে এখানে ক্লিক করুন]

এই মামলা যখন আগেও উঠেছিল তখন,পর্ষদ পরিস্কার ভাবে জানিয়েছিল যে,আগের পেনেল থেকে সমস্ত নিয়োগ সম্পন্ন। ফলে পুরাতন শূন্য পদ থেকে কিভাবে নিয়োগ করা যাবে !

প্রাথমিকের এবং উচ্চ প্রাথমিকের কোর্ট কেস এবং নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে এখানে ক্লিক করুন

 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE

 

20200228 170155আজ উভয় পক্ষের বক্তব্য শুনে এই মামলার ফের কিছু গুরুত্বপূর্ণ পক্ষ শুনতে আগামী 18ই মার্চ দিন ধার্য করেন। অর্থাৎ প্রাথমিক পর্ষদের এই মামলাটি ফের শুনানির জন্য আগামী 18ই মার্চ ফের কোলকাতা হাইকোর্টে উঠবে।

1 COMMENT

  1. Aj primary tet in 2015 exam.court case (wrong question and ans. Case) er kharap khabor bole vedio youtube pelam tai amar ques.je ai kharap khaborer karon ki?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here