UNDERSTAND 2019 ROPA PAY MATRIX IN SIMPLE EASY PROCESS ,SALARY CALCULATION

9
75

TO UNDERSTAND AND CALCULATE 6TH PAY COMMISSION SALARY YOU MUST READ BELOW ARTICLE.UNDERSTAND ROPA 2019 PAY MATRIX IN SIMPLE WAY. LETS BEGUN .

প্রথমে আপনাদের পে ম্যাট্রিক্সটি DOWNLOAD করতে হবে।

Screenshot 20190928 070219

১)সেটিতে আপনি দেখতে পাবেন যে এবার আপনাদের বেসিক পে ( পে ব্যান্ড+ গ্রেড পে) উঠে গিয়ে সেটা LEVEL (লেভেল) এ রূপান্তরিত হয়েছে। 

1২) এবার থেকে বার্ষিক INCRIMENTS  হবে প্রতি বছর জুলায় মাসে। কিন্তু আর ৩% হাঁরে হবে না। আপনাকে LEVEL (লেভেল) এর নীচের দিকে নেমে নেমে INCRIMENTS  এর হিসাব করতে হবে ।

3 1

৩) ০১.০১.২০১৬ আগে চাকরীতে যোগদান করলে ০১.০১.২০১৬ বেসিক কে ২.৫৭ দিয়ে গুন করতে হবে । সেটাকে ROUND OFF করতে হবে । ০১.০১.২০১৬ পর চাকরীতে যোগদান করলে , আপনার গ্রেড পে অনুসারে শুরু লেভেল এ ফিট করা হবে।

4 1

৪) ২.৫৭ দিয়ে গুন করার পর সেটাকে নিজের গ্রেড পে অনুসারে খুঁজতে হবে। যদি ঐ সংখ্যাটি পাওয়া যায় তাহলে ভালো না হলে ওর উপরের সংখ্যা নিতে হবে

 

 

 5 1৫) যেমন ৩০,৮০০ টি ওখানে নেই তাই ওর থেকে বড় ৩১,৩০০ টি নিতে হবে।

6 1

৬) এর পর আপনাকে হিসাব করতে হবে আপনি কয়টি INCRIMENTS   পেয়েছেন। যদি আপনি ১ টি পান ঐ ঘর থেকে ১ ধাপ নীচে,যদি আপনি ২ টি পান ঐ ঘর থেকে ২ ধাপ নীচে ,যদি আপনি ৩ টি পান ঐ ঘর থেকে ৩  ধাপ নীচে এবং যদি আপনি ৪  টি পান ঐ ঘর থেকে ৪ ধাপ নীচে  নেমে আসতে হবে।

7 1

৭) আপনাদের জন্য ৪ টি INCRIMENTS  ধরে চার ঘর নীচে নেমে হিসাব দেখানো হল। 

8 1

৮) এটাই হয়ে যাবে আপনার ০১.০১.২০২০ এর লেভেল বা ( বেসিক পে ) ।

9 1

৯) সেই অনুসারে আপনার হিসাব করা হবে।

০১.০১.২০২০ — LEVEL+LEVEL*12%(HRA)+500(MA)+0%(DA-এখনও কিছু ঘোষণা হয় নি তাই )

= ৩৫,২০০+৪২৩০+৫০০+০

=৩৯,৪৮০

10 1

TO KNOW YOUR SALARY ACCORDING 6TH PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

 

FOR NEW JOBS SALARY ACCORDING 6TH PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

 

FOR ALL EMPLOYEE 6TH PAY SALARY CALCULATORS AND NEWS CLICK HERE

9 COMMENTS

  1. My existing p.B IS 26480, G.P 4700 ,AGP IS 200 .MY BASIC PAY IS 31380. .REGARDING AGP WHAT IS THE CALCULATION? ON 1.1.2016 MY BASIC PAY WAS 27860.

  2. My existing p.B IS 26480, G.P 4700 ,AGP IS 200 .MY BASIC PAY IS 31380. .REGARDING AGP WHAT IS THE CALCULATION? ON 1.1.2016 MY BASIC PAY WAS 27860.

  3. I am primary teacher. My existing pay band 8780 and gp 3600 and special allowece 200 and basic 12580.Jan 2016 basic 9480: and gp 2300 .march 2016 ta A category hoi and gp 2600 . June 2018 ta HT hoi. And gp 2800. Aug 2019 gp 3600.how to be calculate the salary in the sixth pay commission

  4. I got promotion from LDC (basic pay 15530, b.p. 12330 & g.p. 3200) on 4.10.2019 to UDC , G.P. 3600. What should be my option date for my maximum benefit & what will be my basic pay on 1.1.2020 ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here