{Very Big News} Bangla Awas Yojana 2020 List

27
59

Bangla Awas Yojana 2020 List:- Another announcement that the chief minister made was that 10 lakh houses would be built all over the State under the “Bangla Awas Yojana”.According to news the list for “Bangla Awas Yojana” is finalized.So we covers here full story about BAY list (“Bangla Awas Yojana 2020 List”).

bangla-awas-yojana-2020-list
bangla-awas-yojana-2020-list

BAY List -Bangla Awas Yojana 2020 List

বাংলার আবাস যোজনা (BAY List-Bangla Awas Yojana 2020 List) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করছেন তাঁদেরকে একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা। এর জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনা (BAY List-Bangla Awas Yojana List) ঘোষণা করেছিলেন । যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন।

বাংলার আবাস যোজনা (BAY List – Bangla Awas Yojana List)

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, বাংলার আবাস যোজনা এর মাধ্যমে , ১০ লক্ষ গরিবকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। সেই নির্দেশ মেনে গত এক মাসে প্রায় ৪ লক্ষ মানুষের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবরে উঠে এসেছে ।খুব শ্রীঘ্রই সেই লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্ট প্রকাশিত হলে এখানে ক্লিক করে তাঁর ডিটেলস আপডেট পাবেন।

Scheme বা প্রকল্পের নামবাংলার আবাস যোজনা (BAY)
কি কি থাকবে এই প্রকল্পেএকটি করে শোয়ার ঘর, বারান্দা, রান্নার জায়গা ও শৌচাগার
কত টাকা পাবেন১ লক্ষ ২০ হাজার টাকা।
কবে লিস্ট প্রকাশ পাবেখুব দ্রুত , এখানে ক্লিক করেও জানতে পারবেন ।
নির্মাণ কিভাবে হবে১০০ দিনের কাজের মাধ্যমে ।

Bangla Awas Yojana List

মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে ! এর মধ্যে প্রথম কিস্তিতে ৪৫,০০০/- টাকা দেওয়া হবে যার মাধ্যমে বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ করার জন্য, দ্বিতীয় কিস্তিতে ৪৫,০০০/- যার দ্বারা বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ, তৃতীয় এবং সর্বশেষ কিস্তিতে ৩০,০০০/-টাকা যার মাধ্যমে বাড়ির ছাদ ও জানালা, দরজা, প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য সম্পন্ন করার জন্য।

FAQs

কারা এই বাংলার আবাস যোজনা (BAY) এর মাধ্যমে টাকা পাবেন ?

যাঁদের কাঁচা বাড়ি, অথবা মাথার ওপর কোনও পাকা ছাদ নেই, এরকম মানুষকেই এই এই বাংলার আবাস যোজনা (BAY) এর মাধ্যমে টাকা পাবেন !

কত করে টাকা পাবেন ?

বাড়ি তৈরিতে দেওয়া হয় ১ লক্ষ ২০ হাজার টাকা। তবে জঙ্গলমহল এলাকার মানুষরা পাবেন ১ লক্ষ ৩০ হাজার টাকা

ঐ টাকা একসঙ্গে না কিস্তিতে পাবেন ?

না ঐ টাকা তিন কিস্তিতে পাবেন ।

তিনটি কিস্তিতে কিভাবে টাকা দেওয়া হতে পারে ?

প্রথম কিস্তিতে ৪৫,০০০/- টাকা , দ্বিতীয় কিস্তিতে ৪৫,০০০/-, তৃতীয় এবং সর্বশেষ কিস্তিতে ৩০,০০০/-টাকা !!

টাকা কিভাবে মিলবে ?

সরাসরি ব্যাঙ্ক আকাউন্টে ।

প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের দেখতে এখানে ক্লিক করুন। আপনার নাম আছে কি না দেখে নিন ,আপনি ১,২০,০০০ টাকা পাবেন কি না দেখে নিন।

27 COMMENTS

  1. Sri Sri manonio mohasoi amar nibidon je ami purb itabaria nibasi amar ghar ta khubi kharap jonok jokhon tokhon dhulisat hoti pare sir akta inquiry kore amar ghar ta din sir ami khubi gorib manus aktu khaal korun sir

    • Sir Sri manonii mohasoi amar nibidon je ami purb itabaria nibasi amar gramer ghor guli inquiry kore dawa hok onneker ghar ache tader o ase6e onker ghar nei tader asini ata kamon bichar sir please aktu dakhun

  2. অমলেন্দু সামন্ত । গবর্ধনপুর পুর্ব বর্ধমান। থানা মঙ্গলকোট ফোন ৯৮৩০৬৭৩৭৭৪ অমলেন্দু সামন্ত । গবর্ধনপুর পুর্ব বর্ধমান। থানা মঙ্গলকোট ফোন ৯৮৩০৬৭৩৭৭৪

    আমি খুব গরীব মানুষ । আমার বাড়ির অবস্থা ভালো নয় । যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে । আমি অনেক অনুরোধ করেও পাই নাই। আমার নাম দেওয়া হয় নাই। যদি একটু তদন্ত করে দেখেন ভালো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here