WB DA UPDATE 2023: ডিএ কবে মিলবে? কবে নবান্ন বৈঠকে ডাকবে? আজকে ডিভিশন বেঞ্চে শুনানি,very big news

0
40

WB DA UPDATE 2023: আজকে ১৭ই এপ্রিল! আজকের মধ্যে যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে একটি বৈঠক ডাকতে বলেছিল হাইকোর্ট! এই বৈঠকে মঞ্চের প্রতিনিধির সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধির ও থাকার কথা ছিল! কিন্তু সেই রকম কোনও বৈঠক শেষ পর্যন্ত হচ্ছে না বলেই ধরে নেওয়া হচ্ছে! আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য প্রশাসনকে ১৭ এপ্রিলের মধ্যে আলোচনায় বসার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাগ্ননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

ডিএ নিয়ে মামলা চলছে কোলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে! এই দিকে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আন্দোলন ও চলছে,যা আজকে ৮২ দিনের মাথায় পৌঁছালো! কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল,আন্দোলন বা অনশন কোনও দিন অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে পারে না! এতে রাজ্যে ক্ষতি বাড়বে! তাই একটি যৌথ আলোচনা সভার কথা কোর্ট বলেছিল! এই যৌথ আলোচনা সভায় যেমন থাকবে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্য ,ঠিক তেমনই থাকবে রাজ্য সরকারের প্রতিনিধির (আমলারা)! কিন্তু আজকের মধ্যে সেই সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেই নিয়ে কোনও আপডেট এখনও অব্দি পাওয়া যায় নি ! তাই ধরে নেওয়া হচ্ছে এই রকম কোনও সভা হচ্ছে না!

WB DA UPDATE 2023
WB DA UPDATE 2023

হাই কোর্টের দেওয়া সময়সীমা আজ সোমবারই শেষ হচ্ছে। কিন্তু রবিবার পর্যন্ত বৈঠকের জন্য নবান্নের ডাক পেল না ডিএ-র দাবিতে আন্দোলনরত যৌথ সংগ্রামী মঞ্চ। আদালত চেয়েছিল মুখ্যসচিব, অর্থসচিবের মতো পদাধিকারীরা কর্মচারী সংগঠনের সঙ্গে কথা বলুন। কর্মচারী সংগঠন বৈঠকের জন্য তিনজনের নাম পাঠাক। যৌথ সংগ্রামী মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ নিউজ মিডিয়াকে জানিয়েছেন-“আদালতের নির্দেশ মেনে আমরা ১০ এপ্রিল নাম পাঠিয়েছি নবান্নে। যৌথ সংগ্রামী মঞ্চের তিনজন, কর্মচারী পরিষদের একজন ও যৌথ মঞ্চের একজন। কিন্তু রবিবার পর্যন্ত নবান্ন থেকে ডাক আসেনি।”

WB_DA_Hike
WB DA UPDATE 2023

আজ, সোমবারই হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (WB DA UPDATE 2023)মামলার শুনানি। এই শুনানির দিকে তাকিয়ে আছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী! আজকে কোর্ট কি রায় দেয় সেটাই দেখার! এই দিকে কর্মীদের প্রশ্ন কবে মিলবে ডিএ? আজকে ডিভিশন বেঞ্চে শুনানির (WB DA UPDATE 2023)শেষে সর্বশেষ আপডেট শেয়ার করা হবে!

{MARCH 2023} WB Employee DA Hike Calculator,WB DA Rate Calculation 2023-Click Here

{6%}Recent West Bengal Govt. Orders PDF,West Bengal Government DA Chart,DA rate in West Bengal,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here