WB Madhyamik Result 2022|WB HS Result 2022-কবে প্রকাশিত হতে পারে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক এবং জয়েন্টের ফলাফল!very big news

1
77

WB HS Result 20222{WB Madhyamik Result 2022}– ২০২২২ সালের তিনটি বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক,উচ্চমাধ্যমিক এবং ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল কখন প্রকাশ পাবে? এই নিয়ে পরীক্ষার্থীরা অপেক্ষায় আছেন । বেশ কিছু প্রশ্ন তারা করছেন আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে । এবার যে সমস্ত তথ্য সামনে এলো সেখানে খুবই ভালো খবর রয়েছে তিন পরীক্ষার রেজাল্টের জন্য , অর্থাৎ 2022 সালের মাধ্যমিক{WB Madhyamik Result 2022}, 2022 সালের উচ্চমাধ্যমিক{WB HS Result 2022} এবং 2022 সালে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন{WBJEE 2022 Result} এর ফলাফল খুব দ্রুত প্রকাশ পেতে পারে বলে একটি সম্ভাবনা তৈরি হয়েছে । যে খবর আপডেট সামনে এসেছে সেই তথ্য আপনাদের সঙ্গে আমরা বিস্তারিত এখানে শেয়ার করছি ।

WB_Higher_Secondary_2022
WB_Higher_Secondary_2022

কবে ওয়েস্টবেঙ্গল মাধ্যমিক এক্সাম এর রেজাল্ট , উচ্চমাধ্যমিক 2022 এক্সাম এর রেজাল্ট এবং তার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2022 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে , তার সম্পূর্ণ আপডেট আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি নীচে।

এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 16 ই মার্চ অপরদিকে ,উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 27 এপ্রিল এবং 30 এপ্রিল শেষ হয়েছে জয়েন এন্ট্রান্স এক্সাম পরীক্ষা ।পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে সেই জন্য। জানা গিয়েছে ২০২২ সালের জুন মাসেই প্রকাশিত হতে পারে এই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট। জুন মাসের মধ্যে প্রকাশ হলেও তিনটি পরীক্ষার জন্য পৃথক পৃথক আপডেট হয়েছে আজকের এই প্রতিবেদনে ,যা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

WB_HS_Result_20222
WB HS Result 20222{WB Madhyamik Result 2022}

WB Madhyamik Result 2022{WB MP 2022 Result}

প্রথমে মাধ্যমিক পরীক্ষা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি , যেখানে জানা গিয়েছে যে এবছরের মাধ্যমিকের ফলাফল জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশ পেতে পারে । যদিও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়নি হোম সেন্টারে তারা নির্দিষ্ট সেন্টারে পরীক্ষা দিয়েছিল। এখন তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন প্রকাশ করা হবে তাঁদের পরীক্ষার রেজাল্ট সেই নিয়ে।

WB_Madhyamik_Result_2022
WB Madhyamik Result 2022

এই মাসের শেষেই একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং জানিয়েছে যে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা হবে সেটা সম্পূর্ণ সিলেবাসে নেওয়া হবে।

আগে খবর ছিল মে মাসের শেষে প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল, কিন্তু একটু দেরি হলেও জুন মাসের শেষ প্রথম সপ্তাহে মধ্যেই ফল প্রকাশ পেয়ে যাবে বলে খবরা-খবর সামনে আসছে । কেন এই দেরি ? জানা গিয়েছে যে খাতা জমা দেওয়ার জন্য যে ডেট ফিক্স করেছিল পর্ষদ সেই ডেটের মধ্যে এনেকে খাতা জমা করতে পারেনি! তাই ফল প্রকাশের জন্য একটু দেরি হতে পারে বলে জানা গিয়েছে !

WB HS Result 20222

২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফল জুন মাসের শেষ সপ্তাহে মধ্যেই প্রকাশ পেয়ে যাবে বলে খবরা-খবর সামনে আসছে । তবে জুন মাসের মাঝামাঝি ও প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফল বলে একটি সম্ভাবনা রয়েছে। অপরদিকে জয়েন এন্ট্রান্স এক্সামিনেশন এর ফলাফল পরীক্ষার 1 মাসের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে । অর্থাৎ তিনটে পরীক্ষার ফল এই জুন মাসেইপ্রকাশিত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

West_Bengal_Higher_Secondary_Board_Examination
WB HS Result 20222{WB Madhyamik Result 2022}

তবে 2023 সালের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার {মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩} সিলেবাস নিয়ে বিস্তারিত আপডেট নিয়ে এখনই কিন্তু কোনোও অফিসিয়াল সিদ্ধান্ত সামনে আসেনি! উচ্চমাধ্যমিক বোর্ড এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ{WBBPE} তারা আইসিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডের দিকে তাকিয়ে আছে । তারা যেমন সিদ্ধান্ত নেবে সেই ভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে । আরও বিস্তারিত খবর আপডেট মাধ্যমিকের সিলেবাস , উচ্চ মাধ্যমিকের সিলেবাস এবং বিভিন্ন পরীক্ষার সিলেবাস নিয়ে আপডেট তথ্য পেতে এখানে ক্লিক করুন

FAQs

Expected date for WB Madhyamik Result 2022?

June,2022 1st Week.

Expected date for WB HS Result 2022?

June,2022 3rd or 4th Week.

Expected date for WBJEE Result 2022?

June 2022.

wbjee 2022 exam result date?

2022 June.

HS result 2022 date west Bengal board?

WBCHSE may announce result within June 2022{there is highly chance}.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here