WBSSC New Recruitment Rules 2022-রাজ্যে শিক্ষক নিয়োগ হবে তিনটি ধাপে ! নতুন নিয়মে নিয়োগ।Very big news

2
110

WBSSC New Recruitment Rules 2022-রাজ্যে শিক্ষক নিয়োগ হবে তিনটি ধাপে ! নতুন নিয়মে শিক্ষক নিয়োগ হবে রাজ্যে।এই মুহূর্তে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক আপডেট তথ্য বেরিয়ে আসছে । তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের সঙ্গে এই প্রতিবেদনের শেয়ার করা হচ্ছে । আপনারা জানেন কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের{WBSSC} তরফ থেকে সেকেন্ড এসএলএসটি{WBSSC 2nd SLST} নেয়ার ব্যাপারে নোটিফিকেশন জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে যে কত শূন্য পদে, কবে, কোন নিয়মে এই নিয়োগ হবে , তা সম্পূর্ণ বিস্তারিত তথ্য আকারে এসএসসি পরে জানাবে।

আমাদের কাছে সুত্র মারফৎ একাধিক খবর সামনে আসছে, সেখানে দেখা যাচ্ছে শিক্ষক নিয়োগের নিয়মের পরিবর্তন করতে চলেছে স্কুল সার্ভিস {West Bengal School Service Commission} কমিশন । নতুন পরীক্ষা নেওয়া হবে ২০২২-২০২৩ সালে।

WBSSC_News_in_2022
WBSSC_News_in_2022

WBSSC New Recruitment Rules 2022


আপনার জানেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে

WBSSC 2nd SLST এর যে নোটিফিকেশন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে, যে খুব শীঘ্রই মূল নোটিফিকেশন অর্থাৎ ভ্যাকেন্সি, রিক্রুটমেন্ট রুলস, কোন কোন ডেটে পরীক্ষা হবে সেই সমস্ত বিষয় পরে নোটিফিকেশন আকারে জানানো হবে ।

তবে এই মুহুর্তের খবর আপডেট বেরিয়ে আসছে সেখানে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীতে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেটা তিনটে ধাপে হবে। ২০২০ সালের যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছিল ,যার মাধ্যমে সাঁওতালি মিডিয়ামের শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই গেজেট নোটিফিকেশন বাতিল বা পরিবর্তন করা হবে !

নতুন পরীক্ষা,নতুন ফরমেটে নেওয়া হবে । তা নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ১০০ নাম্বারের । এরপর যদি ঐ পরীক্ষায় পাশ করে চাকরিপ্রার্থীরা তবে আর একটা পরীক্ষা নেওয়া হবে, সেটা হবে মেন বা সাবজেক্টের পরীক্ষা। এই পরীক্ষাও ১০০ নাম্বারের হবে। এর পর সাবজেক্টের পরীক্ষায় পাস করলে নেওয়া হবে ইন্টারভিউ। এই তিনটি পরীক্ষায় পাপ্ত নম্বরের উপর ওয়েটেজ ক্যালকুলেসন করা হবে।

যে প্রিলিমিনারি এবং সাবজেক্টের পরীক্ষা হবে এই দুটো পরীক্ষা ওএমআর{OMR} সিটে নেওয়া হবে। অর্থাৎ অবজেক্টিভ টাইপের{MCQ} কোশ্চেন থাকবে ।

WBSSC 2nd SLST Exam Type{WBSSC 2nd SLST Selection Process}

  • 1st Preliminary Exam
  • Main/Subject Exam
  • Interview

WBSSC 2nd SLST Notification

WBSSC_New_Recruitment_Rules_2022
WBSSC New Recruitment Rules 2022
WBSSC_New_Recruitment_Rules_2022
WBSSC_New_Recruitment_Rules_2022
প্রিলিমিনারি পরীক্ষা
পাস করলে
সাবজেক্টের পরীক্ষা
পাস করলে
ইন্টারভিউ
যদি নতুন পরীক্ষার শূন্য পদের হিসাব পেতে চান তাহলে এখানে ক্লিক করুন।
WBSSC New Recruitment Rules 2022

যদি শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও আপডেট তথ্য এবং নোটিশ দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন।

Board WBSSC
StateWest Bengal
Department WB School Education Department
Notification For2nd SLST
Exam date 2022 End/ 2023 First Half
Vacancy Click Here
Salary Click Here
To Download Official Notification Click Here{in serial no 94}
WBSSC New Recruitment Rules 2022

FAQs

কবে এই নতুন {WBSSC 2nd SLST Exam}পরীক্ষা নেওয়া হবে ?

যতদূর জানা গিয়েছে, এই বছরের শেষের দিকে এই WBSSC 2nd SLST Exam হতে পারে।

কি কি নতুন নিয়ম আসতে {WBSSC New Recruitment Rules 2022} স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়?

বিভিন্ন পরিবর্তনের কথা আমরা জানতে পেরেছি, যে পোষ্টে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তিনটি ধাপে হতে পারে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা।

কত শূন্য পদ থাকতে পারে ক্লাস ৯-১০ এর শিক্ষক নিয়োগের জন্য?

প্রায় ১৪,০০০ বলে জানা গিয়েছে।

কত শূন্য পদ থাকতে পারে ক্লাস ১১-১২ এর শিক্ষক নিয়োগের জন্য?

প্রায় ৫,০০০ বলে জানা গিয়েছে।

নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে কোন পরীক্ষা নেওয়া হবে?

আগে হেড মাস্টার নিয়োগ পরীক্ষা হবে ,তাঁর পর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here