মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা পর্ষদের

0
16

প্রায় ৮৮ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী ১৯ মে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে ৷ আজ এমনটাই জানা যাচ্ছে । লোকসভা ২০১৯ এঁর শেষ ভোট হচ্ছে ১৯ শে মে এবং গণনা হচ্ছে ২৩ শে মে অর্থাৎ ঠিক এঁর মাঝামাঝি আগামী ২১ মে সকাল ফল ঘোষণা করবে পর্ষদ এবং ১০টার পর পর্ষদের ওয়েব সাইটে প্রকাশিত হবে ফলাফল৷ আজ কমিশনের তরফে এই কথা জানানো হয়েছে৷
এ বছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে এবং যে ভাবে একের পর এক প্রশ্ন ফাস হয়, সে সমস্ত বিপত্তি কাটিয়ে এবার ফলপ্রকাশের পালা । ১২ ফেব্রুয়ারি শুরু হয় এই বারের মাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি ৷

59780410 2240436096069315 6325531965583785984 o

কিভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল:

  • www.wbbse.org,
  • www.wb.allresults.nic.in
  • www,examresults.net
  • এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB<space> <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। গত বছর ১০ জুন প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here