[All PDF] WB Panchayat General Elections 2023- Master Training PDF,Remuneration of Polling Officers,Handbook for PrO

0
175

WB Panchayat General Elections 2023- Here you find Master Training PDF regarding WB Panchayat General Elections 2023. Here you also find Remuneration of Polling Officers and Handbook for PrO regarding WB Panchayat General Elections 2023. Handbook for
Presiding Officer of Panchayat Election (Where Ballot Papers are used). Click Here to download all files(from serial no 202.)

Remuneration of Polling Officers in WB Panchayat General Elections 2023

Sl. No.Designation of the Officer/ Officials engaged on Election
related works
Remuneration
1Zonal / Sector Officer on Poll DutyRs. 1,500/- Lump sum and
Rs. 100/- for Cell phone
recharge for Sector Officers
2Zonal / Sector Assistant on Poll DutyRs. 1,200/- Lump sum
3Master TrainerRs. 350/- per day training,
subject to maximum of Rs.
1,400/-
4Presiding
Officer
1st Day TrainingRs. 350/-
2nd Day TrainingRs. 350/-
Taking Polling MaterialsRs. 350/-
Polling DutyRs. 350/-
In lieu of Food/ Lunch for (P-1 day, P DayRs. 340/-
ContingencyRs. 300/-
Cell Phone Recharge AllowancesRs. 100/-
In lieu of food/ Lunch @ Rs. 100/- per day for 2 Days TrainingRs. 200/ –
TOTAL2,340/-
51st Polling
Officer
1st Day TrainingRs. 250/-
2nd Day TrainingRs. 250/-
Taking Polling MaterialsRs. 250/-
Polling DutyRs. 250/-
In lieu of Food/ Lunch for (P-1 day, P Day) Rs. 340/-
In lieu of food/ Lunch @ Rs. 100/- per day for 2 Days TrainingRs. 200/-
TOTALRs. 1,540/-
Remuneration of Polling Officers in WB Panchayat General Elections 2023
Si. No.Designation of the Officer/ Officials engaged on Election
related works
Remuneration
62nd/ 3rd/ 4th
Polling Officer
1st Day TrainingRs. 250/-
2nd Day TrainingRs. 250/-
Taking Polling MaterialsRs. 250/-
Polling DutyRs. 250/-
In lieu of Food/ Lunch for (P-1 day, P Day)Rs, 340/-
In lieu of food/ Lunch @ Rs. 100/- per day for 2 Day TrainingRs. 200/-
TOTALRs. 1,540/-
7Reserved
Presiding
Officer
1st Day TrainingRs. 350/-
2nd Day TrainingRs. 350/-
For P-1 Day night haltRs. 150/-
In lieu of food/ Lunch @ Rs. 100/- per day for 2 Days TrainingRs. 200/-
TOTAL1,050/
8Reserved 1st
Polling Officer
1st Day TrainingRs. 250/-
2nd Day TrainingRs. 250/-
For P-1 Day night haltRs. 150/-
In lieu of Food/ Lunch @ Rs. 100/- per day of 2 day TrainingRs. 2001-
TOTALRs. 850/
9Reserved 2nd/
3rd/ 4th Polling
Officer
1st Day TrainingRs. 250/-
2nd Day TrainingRs. 250/-
For P-1 Day night haltRs. 150/-
In lieu of Food/ Lunch @ Rs. 100/- per day of 2 day TrainingRs. 200/-
TOTALRs. 850/
10DCRC/ Sector
Official (for P-1
day and Poll
day)
P-1 Day DutyRs. 200/-
Poll Day DutyRs. 300/-
In lieu of Food/ LunchRs. 170/-
TOTALRs. 670/
11Counting
Supervisor
1st Day TrainingRs. 350/-
2nd day trainingRs. 350/-
Counting duty and for Sealing, Tabulation and other works related to CountingRs. 350/-
In lieu of Food/ Lunch (Counting Day)Rs. 170/-
TOTALRs. 1,220/
12Counting
Assistant
1st Day TrainingRs. 250/-
2nd Day TrainingRs. 250/-
Counting duty and for Sealing, Tabulation and other works related to CountingRs. 250/-
In lieu of Food/ Lunch (Counting Day)Rs. 170/-
TOTALRs. 920/
13Counting
Menials
1st Day TrainingRs. 200/-
2nd Day TrainingRs. 200/-
Counting DutyRs. 200/-
In lieu of Food/ LunchRs. 170/-
TOTALRs.770/-
Remuneration of Polling Officers

1st Polling Officer duty in WB Panchayat General Elections 2023

প্রথম পোলিং অফিসার

• ভোটার তালিকা (Marked Copy) এর কাছে থাকবে –

• ভোটারের পরিচিতি সম্পর্কে নিশ্চিত হলে, তালিকায় ভোটারের নামের তলায় দাগ দেবেন

• ভোটার মহিলা হলে ভোটারের নামের তলায় দাগ দেবেন ও নামের পাশে ‘√’ চিহ্ন দেবেন। ভোটারের ক্রমিক সংখ্যা জোরে পড়বেন।

• ভোটারকে তার নাম বলতে বলবেন। এছাড়াও থাকবে গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপার : ভোটারের অংশ নং ও ক্রমিক নং ব্যালট পেপারের Counter foil এ লিখবেন। • ভোটারের সই / টিপসই Counter foil এ নেবেন। • ভোটারের সনাক্তকরণ সংক্রান্ত নথির জায়গায় যথাযথ অংশে টিক দেবেন (EPIC / Any other document) • ভোটার স্লিপ ও গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপারটি এর পর Issue করে দেবেন চতুর্থ পোলিং অফিসারের কাছে। * ভোটার-কে মনে করিয়ে দেবেন যে তার পছন্দের প্রার্থীকে শুধুমাত্র একবারই Arrow Cross Mark দিয়ে চিহ্নিত করবেন। ভোটারদের সনাক্তকরণ :- এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

যে সমস্ত ভোটারের সচিত্র পরিচয়পত্র (EPIC) আছে তাঁরা তা দেখিয়ে ভোট দিতে পারবেন। EPIC না থাকলে বা হারিয়ে গেলে নীচের নথিগুলির কোনো একটি দেখিয়ে ভোট দেওয়া যাবে (১) পাসপোর্ট (২) ড্রাইভিং লাইসেন্স (3) PAN Card (৪) রাজ্য / কেন্দ্রীয় সরকারী, সরকার অধিগৃহীত সংস্থা, লোকাল বডি বা পাবলিক লিমিটেড কোম্পানী ইত্যাদিতে কর্মরত ব্যাক্তির সচিত্র পরিচয় পত্র (৫) রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, পোষ্ট অফিস এবং কিষাণ পাসবই (সচিত্র) (৬) কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের সচিত্র পরিচয় পত্র (৭) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত তপশিলী জাতি / উপজাতি / অন্যান্য অনগ্রসর শ্রেণীর সচিত্র শংসাপত্র

(৮) পেনসন সংক্রান্ত নথি যেমন প্রাক্তন সেনাকর্মীর পেনসন বই / পিপিও (Pension Payment Order) প্রাক্তন সেনাকর্মীর বিধবা/নির্ভরশীল ব্যাক্তির শংসাপত্র, বার্ধক্যভাতা আদেশনামা, বিধবা ভাতা আদেশনামা ভোটারদের সনাক্তকরণ :- (১) ভারতীয় রেল কর্তৃক প্রদত্ত সচিত্র পরিচয়পত্র (১০) অস্ত্র লাইসেন্স (Arms license) (১১) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধীর শংসাপত্র (১২) ভারত সরকাএর শ্রম মন্ত্রক কর্তৃক প্রদত্ত বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র (১৩) পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক প্রদত্ত অসংগঠিত শ্রমিকদের প্রভিডেন্ড ফান্ড সংক্রান্ত সচিত্র পাস বই। ১৪) আধার কার্ড।

(১৫) জব কার্ড। EPIC বা উপরোক্ত নথির কোনটিই না থাকলে ঐ ভোটার আগেই Panchayat Returning Officer এর কাছ থেকে একটি Non-EPIC সার্টিফিকেট নিয়ে রাখবেন এবং ভোটের দিন সেটি জমা দিয়ে ভোট দেবেন। কোন বুথে কোন কোন ভোটারকে Non-EPIC সার্টিফিকেট দেওয়া হয়েছে তা প্রিসাইডিং অফিসারকে আগেই দিয়ে দেওয়া যাবে। কোনো ভোটারের EPIC বা (১) থেকে (১৫) তে উল্লিখিত নথির কোনো একটি বা Non-EPIC সার্টিফিকেট না থাকলে তিনি ভোট দিতে পারবেন না।

2nd Polling Officer duty in WB Panchayat General Elections 2023

২য় পোলিং অফিসার ২য় পোলিং অফিসারের কাছে থাকবে ভোটার তালিকা ও পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার । তিনি ভোটার তালিকায় প্রথম পোলিং অফিসারের মত দাগ দেবেন । ভোটারের অংশ নং ও ক্রমিক নং ব্যালট পেপারের Counter foil এ লিখবেন। ভোটারের সই / টিপসই Counter foil এ নেবেন ও পঞ্চায়েত সমিতির ব্যালট Issue করবেন এবং কালি লাগানো Arrow Cross Mark দেবেন । ভোটার-কে মনে করিয়ে দেবেন যে তার পছন্দের প্রার্থীকে শুধুমাত্র একবারই Arrow Cross Mark দিয়ে চিহ্নিত করবেন। ভোটার ভোট কক্ষে গিয়ে ভোট দেবেন । তারপর বেরিয়ে এসে ব্যালট পেপার নির্দিষ্ট ব্যালট বক্সে ফেলবেন এবং Arrow Cross Mark ২য় পোলিং অফিসারকে ফেরত দেবেন । চতুর্থ পোলিং অফিসারের কাছ থেকে পাওয়া ভোটার স্লিপ-টি তৃতীয় পোলিং অফিসারকে দেবেন।

WB_Panchayat_General_Elections_2023
WB_Panchayat_General_Elections_2023

3rd Polling Officer duty in WB Panchayat General Elections 2023

৩য় পোলিং আফসার ৩য় পোলিং অফিসারের কাছে থাকবে ভোটার তালিকা ও জেলা পরিষদের ব্যালট পেপার । তিনি ভোটার তালিকায় ২য় পোলিং অফিসারের মত দাগ দেবেন । ভোটারের অংশ নং ও ক্রমিক নং ব্যালট পেপারের Counter foil এ লিখবেন। ভোটার-কে মনে করিয়ে দেবেন যে তার পছন্দের প্রার্থীকে শুধুমাত্র একবারই Arrow Cross Mark দিয়ে চিহ্নিত করবেন। Counter foil এ স্বাক্ষর / টিপসই করাবেন ও জেলা পরিষদের ব্যালট পেপার Issue করবেন এবং কালি লাগানো Arrow Cross Mark দেবেন। ভোটার ভোট কক্ষে গিয়ে ভোট দেবেন । তারপর বেরিয়ে এসে ব্যালট পেপার নির্দিষ্ট ব্যালট বক্সে ফেলবেন এবং Arrow Cross Mark ৩য় পোলিং অফিসারকে ফেরত দেবেন । চতুর্থ পোলিং অফিসারের কাছ থেকে পাওয়া ভোটার স্লিপ-টি তৃতীয় পোলিং অফিসারকে সযত্নে রাখতে হবে, তার জন্য নির্দিষ্ট খামে সেগুলি রাখতে হবে ও সেটি সীল করতে হবে।

WB_Election_2021
Master Training PDF,Remuneration of Polling Officers,Handbook for PrO

4th Polling Officer duty in WB Panchayat General Elections 2023

৪র্থ -পোলিং আফিসারের দায়িত্ব ভোটারের বাঁ হাতের তর্জনীতে কালি লাগানো । গ্রামপঞ্চায়েত ব্যালট প্রদাণ ইনি বসবেন ঠিক ১ম ও ২য় পোলিং অফিসারের মাঝে।চতুর্থ পোলিং অফিসার বাঁহাতের তর্জনীর একেবারে নখের আগা থকে প্রথম কর (গাঁট) পর্যন্ত লম্বালম্বি ভাবে কালি লাগাবেন। এরপর তিনি গ্রাম পঞ্চায়েতের ব্যালটটি ভাঁজ করে [প্রথমে লম্বালম্বি ও পরে আড়াআড়ি ভাবে ভাঁজকরে ] অ্যারো ক্রস মার্কে কালি লাগিয়ে ভোটারের হাতে দিয়ে তাকে ভোটদান কক্ষে (ভোটিং কম্পার্টমেন্টে) গিয়ে ভোট দিয়ে আসতে বলুন।চতুর্থ পোলিং অফিসার ভোটার স্লিপটি পাশে বসে থাকা সেকেন্ড পোলিং অফিসারকে দিয়ে দিন এবং ভোটারকে তার কাছে যেতে বলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here