{LIVE}কে জিতল নন্দীগ্রামে,West Bengal 2021 Election Result

0
48

West Bengal 2021 Election Result :- পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট আসতে শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রায় ২০০ ওর বেশি আসন নিয়ে ২০২১ সালে ফের সরকার গড়তে চলেছে। কিছু রাজ্যের মানুষের কাছে যে সিটটি নিয়ে সব থেকে বেশি মনোযোগ ছিল সেটা ছিল নন্দীগ্রামের সিটটি নিয়ে । এক বার শোনা যায় যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন আবার শোনা যায়য়ে যে শুভেন্দু অধিকারীর জয়ী হয়েছেন । ফলে নন্দীগ্রামের রেজাল্ট নিয়ে চরম বিভ্রান্তি দেখা দেয়।আজকের এই পোষ্টে আমরা দেখবো সর্বশেষ এবং সঠিক খবরটা কি ??

West Bengal 2021 Election Result

নন্দীগ্রামের ভোটের রেজাল্ট নিয়ে চরম বিভ্রান্তি দেখা দিয়েছে । এক বার সংবাদ সংস্থা ANI এর তরফে জানানো হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন প্রায় ১২০০ ভোটে ।

কিন্তু এই খবর আসতে না আসতে ফের নতুন খবর সামনে আসে। দিদি নয়, নন্দীগ্রামে দাদার জয়, ১৬২২ ভোটে জিতেছেন শুভেন্দু । আনন্দবাজার বাজার পত্রিকা কে ফোন করে জানায় শুভেন্দু বলে খবর।

তিনি বলেন, ‘‘১৬২২ ভোটে জিতেছি আমি।’’ যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯৭৮৭ ভোটের। তার পর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতা।তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব।’’

এখানে ক্লিক করে ঐ খবরটি পরে নিতে পারবেন।

এই দিকে এই বিপুল জয়ের পরে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়। বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে।” নন্দীগ্রামের মানুষ যা করেছেন, ভাল করেছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ফলাফল নিয়ে এই বিভ্রান্তির বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা। তাঁর অভিযোগ, “আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে।”

West Bengal 2021 Election Result

West_Bengal_2021_Election_Result
West_Bengal_2021_Election_Result

আজকের প্রেস কনফারেন্সেটি দেখুন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ।

আরও খবর আপডেট পেতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here