WB Primary 5 percentage Additional panel-অতিরিক্তি একটি প্যানেল তৈরির নির্দেশ,২০১৪ সালে টেটের সমস্ত ওএমআর শিট নষ্ট!very big news

1
269

WB Primary 5 percentage Additional panel- এই মুহূর্তে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক খবর আপডেট সামনে আসছে! প্রাথমিকের একটি নতুন মামলার আপডেট সামনে এসেছে! প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারক পরীক্ষা বা ২০১৪ টেট দিয়েও তিনি ফলাফল জানতে পারেননি বলে এক পরীক্ষার্থীর অভিযোগ। তিনি এই নিয়ে মামলা করেছেন! সেই মামলায় দু’লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

ভুল ছিল পাঁচটি প্রশ্ন। পর্ষদ তা কোর্টে জানিয়েছে। এই মামলা নিয়ে বিস্তারিত আপডেট নীচে শেয়ার করা হয়েছে!

WB Primary 5 percentage Additional panel

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কোনও ওয়েটিং লিস্ট বা Additional panel তৈরি করা আগে হয়। এর ফলে স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন চাকরি প্রার্থীরা! কারণ কিছু দিন আগেই কোর্টের নির্দেশে বেশ কিছু জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট! এবার ঐ সমস্ত সৃষ্টি হওয়া শূন্য পদে কাঁদের নিয়োগ করা হবে ,সেই কোনও উত্তর নেই! কারণ এখন কোনও ওয়েটিং লিস্ট নেই।

এই এডিশোনাল লিস্ট যাতে পর্ষদ দ্রুত প্রকাশ করে সেই নিয়ে একটি মামলা হয় কোর্টে। সেই মামলার শুনানির সময় বেশকিছু গুরুত্বপূর্ণ অবজারবেশন রেখেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ! আগেই তিনি নির্দেশ দিয়েছিলেন যে ২০১৪ টেট একটি ৫% (WB Primary 5 percentage Additional panel) অতিরিক্ত প্যানেল প্রকাশ করতে হবে! কিন্তু সেই লিস্ট বা প্যানেল এখনও কেন প্রকাশ করা হল না সেই নিয়ে তিনি পর্ষদের আইনজীবীর কাছে জানতে চান।

WB Primary 5 percentage Additional panel
WB Primary 5 percentage Additional panel

সেই মামলায় পর্ষদের আইনজীবী জানিয়েছে, ২০১৪ সালে টেটের সমস্ত ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে। কলকাতার রাজা বসন্ত রায় রোডের একটি কোম্পানিকে ওই কাজের বরাত দেওয়া হয়। ওএমআর শিটের ডিজিটাল কপি তাদের কাছে রয়েছে বলে জানিয়েছে পর্ষদ। এর ফলে “WB Primary 5 percentage Additional panel” তৈরি করতে হলে ঐ ডিজিটাল কপি থেকেই তা তৈরি করতে হবে ! এর জন্য তাঁদেরকে অন্তত আরও ২মাস সময় দেওয়া হোক এই অতিরিক্ত ৫ % ?(WB Primary 5 percentage Additional panel) প্যানেল এর জন্য!

পর্ষদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আদালতের চোখে ডিজিটাল কপির মান্যতা নেই। এরপরই যে কোম্পানিকে ওই কাজের বরাত দেওয়া হয়েছিল তাঁদেরকে কোর্ট হাজির করার নির্দেশ দেন! এই নিয়ে বিচারপতি লেক থানাকে নির্দেশ দেন, ওএমআর শিট নষ্টের বরাত পাওয়া ওই কোম্পানির প্রতিনিধিকে আগামী ১৯ তারিখ এজলাসে হাজির করতে হবে। যখন এই ৫ শতাংশ (WB Primary 5 percentage Additional panel) অতিরিক্ত প্যানেল প্রকাশ পাবে তখন ঐ প্যানেলে প্রায় ২১৫০ জনের একটি লিস্ট থাকবে! WB Primary 5 percentage Additional panel.

আরও পড়ুন:- How to challenge WB primary TET 2022 answer key- প্রাথমিক টেটের নাম্বার বাড়াতে,কিভাবে চ্যালেঞ্জ করবেন?

2014 সালের টেটে (2014 TET Paper Mistakes) প্রশ্ন ভুলের কথা ফের স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ!

WB Primary 5 percentage Additional panel
WB Primary 5 percentage Additional panel

২০১৪ সালের টেটে বাংলা মাধ্যমের ভুল প্রশ্ন এবং তার জন্য নম্বর দেওয়ার বিষয়টিকে ঘিরে আইনি টানাপড়েনের মধ্যেই জানা যায়, ভুল ছিল উর্দু মাধ্যমের প্রশ্নেও। দু’একটি নয়, ২০১৪ সালের টেটে উর্দু মাধ্যমের প্রশ্নপত্রে ভুল ছিল পাঁচটি প্রশ্নে। ২০১৪ সালের টেটে উর্দু মাধ্যমের প্রশ্নে ভুল থাকায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সোমবার নির্দেশ দিয়েছেন, যে-পাঁচটি প্রশ্নে ভুল ছিল, সেগুলির জন্য বরাদ্দ নম্বর পরীক্ষার্থীদের দিতে হবে এবং সেই নম্বর পেয়ে যাঁরা টেট পাশ করবেন, তাঁদের ইন্টারভিউ নিয়ে রুলস অনুসারে চাকরিও দিতে হবে!

আরও পড়ুন:- WB Teachers Recruitment 2023-very big news! রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে-বড় খবর সামনে এল, জানুয়ারি মাসেই শিক্ষক নিয়োগের মেধা তালিকা!

সোমবার আদালতে ২০১৪ সালের টেটে প্রশ্ন ভুলের কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের স্বীকার করে নেয় ৷ এজলাসে তারা রিপোর্ট দিয়ে জানিয়েছে, ওই বছর উর্দু বিষয়ে মোট ৫টি প্রশ্নের উত্তর ভুল ছিল। যার জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে বলেন, যেহেতু পর্ষদ প্রশ্ন ভুলের কথা স্বীকার করে নিয়েছে, তাই মামলাকারীরা যদি ওই ৫টি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তাহলে তাঁদের ওই প্রশ্নগুলি লেখার চেষ্টা করার জন্য অতিরিক্ত ৫নম্বর দিতে হবে এবং দেখতে হবে ওই ৫ নম্বর পাওয়ার পর তাঁরা টেট উত্তীর্ণ হচ্ছেন কি না । যদি তাঁরা টেট উত্তীর্ণ বলে বিবেচিত হন, তাহলে ৪ সপ্তাহের মধ্যে তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে।

ভুল প্রশ্নের জেরে পরীক্ষার্থীদের চাকরি পেতে যে-সময় নষ্ট হয়েছে, তা নিয়েও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।এই ঘটনায় কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ মামলার শুনানি এ দিন তিনি বলেন, “পর্ষদের ভুলের জন্য নির্দোষ প্রার্থীরা ভুক্তভোগী হতে পারে না । চার বছর ধরে তাঁরা ভুক্তভোগী হচ্ছেন । এর জন্য তৎকালীন পর্ষদ সভাপতি (মানিক ভট্টাচার্য)-সহ বোর্ডের সমস্ত সদস্যকে এর জন্য ভুগতে হবে । আগামী শুনানির দিন এ নিয়ে আমি কড়া নির্দেশ দেব।”

আরও পড়ুন:- [PDF]Notice for Counseling 2023-শিক্ষক নিয়োগের কাউন্সেলিং,জানুয়ারি মাসে কাউন্সেলিং,নাম সহ লিস্ট জারি!

৮ বছরেও পরীক্ষার ফল জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ!

WB Primary 5% Additional panel
WB Primary 5% Additional panel(ফাইল ছবি)

২০১৪ সালের টেটে অংশ নেন মালারানি পাল। কিন্তু ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না পর্ষদ তা জানায়নি বলে অভিযোগ। মামলকারীর বক্তব্য, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু’টি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এর ফলে তিনি বঞ্চিত হয়েছেন।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, পরীক্ষায় বসলে তার ফলাফল জানা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অধিকার।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের দু’লক্ষ টাকা জরিমানা করেছেন । তাঁর নির্দেশ, ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তদানীন্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে।

মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০১৪ সালের টেটে অংশ নেন মালারানি। কিন্তু পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না, তা তাঁকে জানানো হয়নি। যার জেরে ২০১৬ এবং ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে প্রাথমিক টেট ২০১৪ ফলপ্রকাশ হলে দেখা যায় পরীক্ষায় সফল হয়েছেন ওই পরীক্ষার্থী। ৮৭ নম্বর পেয়ে পাশ করেছেন। ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here