WB Primary Recruitment 2023: সিবিআই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চিঠি,প্রায় ৫০-৬০ হাজার কর্মরত শিক্ষকের নথি তলব!very big news

0
39

WB Primary Recruitment 2023:এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি সামনে এসেছে শিক্ষক নিয়োগের উপর! আপনারা জানেন রাজ্যে শিক্ষক নিয়োগের অনিয়ম হয়েছে এই অভিযোগ তুলে একাধিক মামলা চলছে কোলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে! হাইকোর্টের নির্দেশে একাধিক চাকরি খারিজ হয়েছে! এখন অনেক মামলায় সিবিআই এবং ইডি এখনও অনেক মামলায় তদন্ত করছে! সম্প্রতি সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে ফের একবার তদন্তের স্বার্থে সিবিআই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চিঠি লিখেছে এবং TET 2014 (শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা) -এর সাথে সম্পর্কিত নথি চেয়েছে ! সিবিআই-এর অভিযোগ,অন্যায়ভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নির্বাচনের করা হয়েছে!

2015 সালে এই TET 2014 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষায় প্রায় ১ লক্ষ ২০ হাজার প্রার্থী পাস করেছিল বলে তখন জানা গিয়েছিল! ২০১৪ টেট প্যানেল থেকে ধাপে ধাপে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে! সিবিআই-এর চিঠির পরিপ্রেক্ষিতে প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার ডিপিএসসি-র চেয়ারপারশনদের চিঠি লিখেছেন-মঙ্গলবার জেলা প্রাথমিক চেয়ারম্যানদের চিঠিতে তিনি লিখেছেন: “আপনাকে আরও অনুরোধ করা হচ্ছে সিবিআই-এর কাছে উল্লিখিত মেমোতে উল্লিখিত তারিখ অনুসারে প্রাসঙ্গিক নথিগুলি উপস্থাপন করার জন্য। এটিকে অত্যন্ত UR-GENT হিসাবে বিবেচনা করা উচিত”।

West_Bengal_School_Reopening
WB Primary Recruitment 2023

কি কি ডকুমেন্ট চেয়ে পাঠানো হয়েছে? WB Primary Recruitment 2023

Circle 
Roll No. of TET-2014 
Name of the Candidate 
Date of Birth 
Father’s Name 
Permanent address 
Name of 1st joining School with address (P.O, PIN Code and District) 
Category to which the candidate belongs to 
Name of Present School with address (P.O, PIN Code and District) 
Contact Number of the candidate 
Remarks 
WB Primary Recruitment 2023
 WB Primary Recruitment 2023
WB Primary Recruitment 2023

কবে কোন কোন জেলার ডকুমেন্ট চেয়ে পাঠানো হয়েছে?

S. NoName of the District CouncilsDate & time
1Kolkata26.04.2023 at 10.00 AM
2North 24-Pgs27.04.2023 at 10.00 AM
3South 24-Pgs28.04.2023 at 10.00 AM
4Hooghly29.04.2023 at 10.00 AM
5Howrah01.05.2023 at 10.00 AM
6Purba Medinipur02.05.2023 at 10.00 AM
7Paschim Medinipur03.05.2023 at 10.00 AM
8Nadia04.05.2023 at 10.00 AM
9Bankura06.05.2023 at 10.00 AM
10Purlia08.05.2023 at 10.00 AM
11Birbhum09.05.2023 at 10.00 AM
12Jhargram10.05.2023 at 10.00 AM
13Malda11.05.2023 at 10.00 AM
14Murshidabad12.05.2023 at 10.00 AM
15Paschim Burdwan13.05.2023 at 10.00 AM
16Purba Burdwan15.05.2023 at 10.00 AM
17Coochbehar16.05.2023 at 10.00 AM
18Alipurduar17.05.2023 at 10.00 AM
19Siliguri18.05.2023 at 10.00 AM
20Uttar Dinajpur19.05.2023 at 10.00 AM
21Dakshin Dinajpur20.05.2023 at 10.00 AM
22Jalpaiguri22.05.2023 at 10.00 AM
WB Primary Recruitment 2023

আরও পড়ুন- SP Court Observation 2023:চাকরি বাতিল মামলা কি সরিয়ে অন্য বিচারপতিকে দেওয়া হতে পারে? ‘…সাক্ষাৎকার দিলে শুনানির অধিকার হারিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়’

এই নথি চাওয়া হয়েছে , যারা TET 2014 এর ভিত্তিতে সংশ্লিষ্ট DPSCs দ্বারা বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে এবং শুধুমাত্র 2016 সালে প্রকাশিত বিজ্ঞপ্তি সম্পর্কিত যারা 2016, 2017 এবং 2018 এবং পরবর্তী বছরগুলিতে নিয়োগ পেয়েছিলেন, তাঁদের! যদিও চাকরি প্রার্থীদের দাবি তাঁরা আগেও এই সমস্ত ডকুমেন্ট এসআই অফিসে জমা করেছিল যখন তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল! তাহলে কেন তাঁদেরকে বার বার এই একই ডকুমেন্ট বার বার জমা করতে হচ্ছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here